পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । দর্শন, সাহিত্য, মহাপুরুষগণের ইতিহাস ও মানবসভ্যতা সম্বন্ধে বহুবিধ প্রসঙ্গে নিরস্তুর ব্যাপৃত ছিলেন। সিষ্টার নিবেদিতা gi FIFA eț9F og NFFÍKISC3 všK3 The Master as 1 saw him” নামক পুস্তকে সন্নিবেশিত করিয়াছেন। স্বামিজী নিজেও আসিবার সময় উদ্বোধনের সম্পাদককে এই ভ্রমণের ' বিবরণ প্ৰদান করিবেন বলিয়া ভাঙ্গীকার করিয়াছিলেন। সেই জন্য মাঝে মাঝে বাঙ্গালী প্ৰবন্ধাদি লিখিতেন। সেইগুলি এক্ষণে একত্রিত হইয়া “পরিব্রাজক” নামক পুস্তকে প্রকাশিত হইয়াছে। স্বামিজীর সাহচর্যালাভেব এই সুযোগ নিবেদিতার শিক্ষা সম্প্রসারণ ও স্বামিজীর জীবনোদ্দেশ্য বুঝিবার উপায় হিসাবে বড় অনুকূল হইয়াছিল। এই সুযোগ নিবেদিত এক মুহূর্তের জন্যও উপেক্ষা করেন নাই। শ্ৰীগুবদেধের সহিত সমুদ্রবক্ষে এই VEIKĘ TĘS, E AFGIF fsf “the greatest occasion of my life? ( আমার জীবনের সর্বপ্রধান ঘটনা) বলিয়া উল্লেখ ফরিয়াছেন। তদ্রচিত এই স্মণের সুললিত বৃত্তান্ত হইতে আমুর স্বামিজীকে নানাবিধ ভাব ও চিন্তার মধ্য দিয়া দেখিতে পাই । নিবেদিতা লিখিতেছেন :- “এই সমুদ্রপমণের প্রথম হইতে শেষ পৰ্যন্ত অবিরাম বহুবিধ ভাব ও গল্পের স্রোত বহিয়াছিল। কোন মুহূৰ্ত্তে যে স্বামিজীর হৃদয় দ্বারে সত্যের আলোক সহসা স্বত উদ্ভাসিত হইয়া উঠিবে এবং সেই নব নব অনুভূতির বাৰ্ত্তা আমাদের কর্ণকুহরে। ধ্বনিত হইতে থাকিবে তাহা আমরা কেহই জানিতাম না । 8