পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । উল্লিখিত হইয়াছে। এই শ্ৰদ্ধার অন্যতম কারণ র্তাহার সহিত এক বিষয়ে পরমহংসদেবের সাদৃশ্য। বুদ্ধদেবের দেহত্যাগ কালে যখন কম্বল বিছাইয। তিনি বৃক্ষতলে শযন করিয়াছেন, সেই সময় হঠাৎ এক ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে আসিযা তাহাৰ নিকট উপদেশ ভিক্ষা করিল। শিষ্যেরা এরূপ সমযে মুমূর্ষুর শাস্তির ব্যাঘাত আশঙ্কা কবিয লোকটিকে সেস্থানে প্ৰবেশ কবিতে দিতে অসম্মত হইলে সে কথা বুদ্ধদেবেবী কর্ণগোচব হইল ও তৎক্ষণাৎ ‘না না, উহাকে আসিতে দাও, তথাগত সৰ্ব্বদাই প্ৰস্তুত” বলিয়া কনুইযে ভর দিয শৰীবদ্ধ উত্তোলিত কবিয সেই ব্যক্তিকে উপদেশ প্ৰদান কবিলেন। চাবিবার এইৰূপ হয় তাবপর তিনি আপনাকে দেহত্যাগেব অধিকাৰী বিবেচনা কবিলেন। স্বামিজীী “কনুইযেব ভরে দেৱদ্ধ উন্নত কবিয উপদেশ দিলেন এই কথা বলিঘাই একবাব থামিতেন এবং বলিতেন “দেখ আমি নিজে ঠাকুব শ্ৰীবামকৃষ্ণদেবকেও এইরূপ করিতে দেখিয়াছি।” আমনি তঁহার মানসপটে অতীত দিনেব। একটি বিষাদচ্ছবি জাগিয উঠিত-বামকৃষ্ণদেবের শেষ মূহুর্তে কাশীপুবের বাগানে একজন লোক পঞ্চাশ ক্রোশ হঁটিয়া তঁহার শ্ৰীমুখের বাণী শুনিতে আসিয়াছিল। এখানেও শিষ্যেরা তাহাকে তাড়াইযা দিবার মতলব করিতেছিলেন, এমন সমধ্যে ঠাকুর তাহকে ভিতরে আসিতে দিবার জন্য পুনঃ পুনঃ অনুরোধ করিষা তাহাকে ভিতরে আনাইয়া উপদেশ দিয়াছিলেন। ২৫০০ বৎসব পূর্বে ভগবান শ্ৰীবুদ্ধের জীবনের ঘটনাৰ সহিত এই ঘটনার কি আশ্চৰ্য্য সৌসাদৃশ্য। এই জন্যই স্বামিজী Ver