পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াবতী দর্শন । ভাবতে ফিরিয়াই স্বামিজী আবার কৰ্ম্মক্ষেত্রে প্রবেশ করিালেন । এই ভারত র্তাহার প্রাণ-সন্ন্যাসীর চিরবাঞ্ছিত আশ্রম এই ভারত র্তাহার আজীবনের সাধনভূমি। জীর্ণয়েত-ভগ্নস্বাস্থ্য । তথাটি। হৃদযের টান আবার তঁহাকে টানিবা লইয়া চলিল। লই"া চলিল-সেই কঠোর কৰ্ত্তব্যে-খে প্ৰাণে রামকৃষ্ণ মিশনের শত শত কাৰ্য্য তঁহার অঙ্গুলি সঙ্কেতের প্রতীক্ষা করিতেছিল-সেই ভারতের ভাবী যোদ্ধকুলোর সংগঠনেসনাতনধন্মের ভগ্নপতাকা পুনকত্তোলনে ও সহস্রবৎসরের পুঞ্জীভূত তমোবাশি অপসারণ পূৰ্ব্বক কৰ্ম্মজ্ঞানের উজ্জ্বল রশ্মিবিকারণে-সেই অন্ধকে চক্ষুষ্মান করিবার জন্য, মৃতদেহে প্ৰাণসঞ্চারের জন্য, অলসকে কৰ্ম্মঠা করিবার জন্য, যেনতেনপ্রকারেণ প্ৰাণধারণানিয়ত কোটি কোটি নিরাশাসঞ্চিত-হৃদয় জীবকুলকে আশার আহবান শুনাইবার জন্য প্রাণপণ সাধনায়। সে জীবনব্যাপী সাধনা কেমন কবিয়া বুঝাইব ? সে যে আজন্ম সাধন-শুধু এ জন্মের নয়—কোটি কোটি জন্মেরু-চির দিনের-যুগযুগান্তরেব সাধনা । সেদিন তিনি বিবেকানন্দ মূৰ্ত্তিতে আসিয়াছিলেন বলিয়াই এ সাধনা সে দিনের নয়। তিনি কতবার কত ভিন্ন ভিন্ন মূর্ধক্ষেga আমাদিগকে দেখা Syre