পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । বক্তৃতার মৰ্ম্ম বুঝাইয়া দিলেন। রামনাদাধীশ্বর ভাবে আত্মহারা হইয়া গিয়াছিলেন। পরদিন স্বামিজীর উপদেশের সার্থকতা সম্পাদনের জন্য তিনি শত সহস্ৰ দুঃখী ব্যক্তিকে আহাৰ্য্য ও বস্ত্ৰ বিতরণ করিলেন এবং এই ঘটনার স্মরণার্থ সেই স্থানে প্ৰায় ত্রিশ হাত উচ্চ এক স্তম্ভ নিৰ্ম্মাণ করাইয়৷ তদুপরি নিম্নলিখিত পংক্তি কয়টি ক্ষোদিত করাইলেন “সত্যমেব জয়তে। ” পশ্চিম প্রদেশে বেদান্ত ধৰ্ম্ম প্রচারে অশ্রুতপূৰ্ব্ব সফলতা লাভ করিয়া পূজ্যপাদ শ্ৰীশ্ৰীস্বামী বিবেকানন্দ স্বীয় ইংরাজ শিষ্যগণের সহিত ভারতভূমির যে স্থলে প্ৰথম পদার্পণ করিয়াছিলেন সেই পবিত্ৰ স্থান নির্দেশ করিবার জন্য রামনাদাধিপতি ভাস্কর সেতুপতি কর্তৃক এই স্মারকস্তম্ভ প্রোথিত হইল। সন ১৮৯৭ সািন্ত্র ২৭শে জানুয়ারী।” পাম্বান হইতে আবার জাহাজে চড়িয়া ভারতে আসিতে হইল। ভারতে পৌঁছিয়া রামনাদের রাজার ছত্রে স্বামিজী প্ৰান্তর্ভোজন * সমাপন করিলেন। তারপর তিরুপিলানি নামক স্থানে পৌছিলে তথাকার অধিবাসিগণ স্বামিজীকে অভ্যর্থনা করিলেন। সন্ধ্যা হয় }হয় এমন সময়ে রামনাদ দেখা গেল। সমুদ্রতীর হইতে স্বামিজী পৌঁছিলে তঁহাকে একখানি সুদৃশ্য নৌকায় তুলিয়া একটি বৃহৎ ! হ্রদের মধ্য দিয়া লইয়া যাওয়া হইতে লাগিল ৷ দাক্ষিণাত্যে এক্সপি অনেক বড় বড় হ্রদ আছে। সুতরাং:রামনাদে উক্ত বিশাল ❖8ኳ” .