পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণ ভারতে । হ্রদোপকূলে স্বামিজীর অভ্যর্থনার বন্দোবস্ত হইয়াছিল। হ্রদতীরে অভ্যর্থনা হওয়ার দকণ সভাও বেশ জমিয়াছিল। গুডউইন সাহেবোল লিখিত বস্তান্ত হইতে জানিতে পারা যায যে স্বামিঞ্জী রামনাদে অতি উচ্চ সন্মান পাইষাছিলেন। তিনি তীয়ে উত্তীর্ণ কইবামাত্ৰ তোপধ্বনি হইতে লাগিল এবং নভস্থলে তারকাকারে • বিচিত্ৰবর্ণের আতসবাজী উ' 'তে লাগিল । রামনাদের রাজা অবশ্য অভ্যর্থনাকারীদের অগ্ৰণী । তিনি স্বয়ং স্বামিজীকে অভ্যর্থনা করিয়া লইযা রাখনাদেব কযেকটি সন্ত্রান্ত ব্যক্তির সহিত র্তাহার পরিচয় করিষা দিলেন। অনন্তর স্বামিজীী রাজার গাড়ীতে চড়িষ্য রাজস্রাতা পরিচালিত রাজার শরীর রক্ষকগণের দ্বারা বেষ্টিত হইয়া চলিতে লাগিলেন এবং রাজা নিজে সমবেত জনতার নেতৃস্বৰূপ হইয়া স্বামিজীর অনুধাবন করিতে লাগিলেন। রাস্তার দুই ধারে শত শত মশাল জলিতেছিল এবং দেশী ও বিলাতি দুই প্ৰকাল বাদ্যধ্বনিতে চতুর্দিক গমগন করিতেছিল। স্বামিজী জাহাজ হইতে নামিবার পর নগর প্রবেশ পৰ্য্যন্ত বিলাতি ব্যাণ্ডে “c$3 * Sift(5 fISiễì ằ:” ( See the Conquering hero comes ) এই সুরটি বাজান হইতেছিল। অৰ্দ্ধেক পথ এইরূপে আসা হইলে স্বামিজী রাজার অনুরোধে একটি সুচারু রাজশিবিকায় আরোহণ করিয়া ‘শঙ্কর ভিলা” নামক প্রাসাদে উপনীত হইলেন। ক্ষণকাল বিশ্রামের (র বৃহৎ সভাগৃহে স্বামিজী*ে{ বসান হইল। ইতিমধ্যে তথায় লোকের ভিড় হইয়া গিয়াছিল। স্বামিজীকে দেখিবামাত্ৰ চারিদিকে উচ্চৈস্বরে জয়ধ্বনি ও উৎসৰ কোলাহলের ধূম পড়িয়া গেল। রাজা প্ৰথমে স্বামিজীর বহু to3.