পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াবতী দর্শন । তাঙ্গার বড় ভাল লাগিষাছিল। তিনি মিসেস সেভিয়ারকে বালসুলভ সবলতা সহকারে বলিযাছিলেন “In the latter part of my life, shall give up all public work and would like to pass my days in writing books and whistling merry tunes by this lake, like a free child” । জীবনের শেষভাগে সমস্ত জনহিতকৰ কাৰ্য্য ত্যাগ করিষা এইখানে আসিব, আব্ব গ্ৰন্থবাচনা ও সঙ্গীতালাপ করিয়া দিন কাটাইবি )। মা"াবতীব আশ্রমে একটি ঠাকুবঘপ ছিল, সেখানে ভোগবাগাদি সহকাবে লিমহংসদেবোৰ অৰ্চনা হইত। অদ্বৈত আশমে। কিন্তু ঠাকুব পূজা স্বামিজীব বড় ভাল লাগে নাই । তিনি বলিতেন অদ্বৈত আশ্রম শুধু অদ্বৈতভাবেই পূর্ণ থাকিবে, তথষ দ্বৈতভাবেল নাম গন্ধও যেন না থাকে, অর্থাৎ এখানে বাহ বন্ধ । দিব সাহায্য তাণ ভগবৎ উপলব্ধিব চেষ্টা না কবিয়া যেন এক অখণ্ড, অদ্বয, সচিদাননা ব্ৰহ্মধ্যানে অবগাহন করিবার জন্যই সকলেব চেষ্টা হয। কিন্তু যে সকল ভক্ত দী ঘর প্রতিষ্ঠা কবিযাছিলেন পাছে তাহাদিগের প্রাণে আঘাত লাগে এজন্য তখনই তিনি উক্ত ভাঙ্গিষা দিতে ইচ্ছা করিলেন না। কিন্তু যাহাতে তাহাবা আপনাবাই আপনাদেব লিম বুঝিতে পারিয়া ক্রমে তাহা সংশোধন কবেন। এই ভাবে ধীরে ধীরে তাহাদিগকে নিজ অভিপ্ৰাব্য বুঝাইযা দিলেন। ক্ৰমে ঠাকুরঘরটি এখান হইতে উঠিযা যায়। একজন সন্ন্যাসী নিজের দ্বৈতভাব লইয়া ওৰূপ স্থানে থাকা উচিত কি না শ্ৰীশ্ৰীমঠাকুরাণীকে জিজ্ঞাসা 0 as