পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ তিনি যে সকল ব্যক্তি হিন্দুজাতির উন্নতি সাধনের অভিপ্ৰায়ে সংস্কারের দোহাই দিয়া হিন্দুধৰ্ম্মের মধ্যে বিপৰ্য্যয় ঘটাইবার চেষ্টা করিতেছেন তাহদের কাৰ্য্যে দেশের কিরূপ অনিষ্ট ঘটিতেছে তাহার উল্লেখ করিয়া দুঃখ প্ৰকাশ করেন। বলেন-“অবশ্য তাঙ্কাদের মধ্যে ২১ জন চিন্তাশীল লোকও আছেন, কিন্তু অধিকাংশই অন্ধের ন্যায় হিতাহিত বিবেচনাশূন্য হইযা অপরের অনুকরণে রত, কি করিতেছেন কিছুই জানেন না, তাহার পৰিণাম ভাল হইবে কি মন্দ হইবে তাহাও তলাইযা বুঝিবার চেষ্টা কবেন না । তঁহারা ধৰ্ম্মের ভিতব কেবল বিজাতীয় ভােব চালাইমার পক্ষপাতী, আর পৌত্তলিকতা বলিয়া একটা কথা রচনা করিয়াছেন, বলেন হিন্দুধৰ্ম্ম সত্য নয় কারণ উহ পৌত্তলিক। পৌত্তলিকতা কি, উহা ভাল কি মন্দ, তাহা অনুসন্ধান বা চিপ্ত করিবার চেষ্টা করেন না, কেবল ঐ শব্দটির জোরে হিন্দুধৰ্ম্মকে ভুল বলিখা আস্ফালন কবেন। আবার আর একদল আছেন যাহারা হাচি টিকটিকির পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা বাহির করিতে মজবুত। তঁহাদের মুখে দিনরাত electricity, magnetism, air vibrations (Vsfe, চৌম্বকাকর্ষণ, ঈথার কম্পন) প্ৰভৃতি কথা শুনিতে পাওয়া যায়। হয়ত তেঁাহারা ভগবানকেই কোন দিন কতকগুলি কম্পনের সমষ্টি বলিয়া বসিবেন । যাহা হউক, মা ইহাদিগকেও আশীৰ্ব্বাদ করুন। তিনিই ভিন্ন প্ৰকৃতির দ্বারা আদান কাৰ্য্য সাধন করিয়া লাইতেছেন। ইহাদের অতিরিক্ত দল-প্রাচীন সম্প্রদায়যাহারা বলেন, আমি তোমার অতশত বুঝিনা-বুঝিতে চাহিও s or