পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । নিকট বিদায় গ্ৰহণ করিলেন। স্বামিজী বলিলেন,-শরীর ভাল থাকিলে কবে তিনি জাপান যাত্ৰা করিবেন তাহ পরে ঠিক করিয়া জানাইবেন। বারাণসীতে স্বামিজীর সহিত প্ৰত্যহ বহু পণ্ডিত, পাণ্ডা ও মোহন্ত এবং গৃহস্থ ও সন্ন্যাসীর সাক্ষাৎ হৃষ্টত। ইহারা তাহাকে “কালাপানি পরাগত ও স্নেচ্ছসংস্পৃষ্ট জানিযাও যথেষ্ট সম্মান করিযাছিলেন, এমন কি কেন্দাবনাথের মোহন্তজীী তাহাকে আরতি পৰ্য্যন্ত করিতে চাহিয়াছিলেন। এখানে ভিঙ্গাব। মহাবাজা তাহাকে একটি মঠ স্থাপন কবিবার জন্য অনুরোধ করিযাছিলেন এবং তদৰ্থে অর্থ সাহায্য ও অন্যবিধ সাহায্য করিতেও প্ৰতিশ্রুত হইযাছিলেন। স্বামিজী তাহার প্ৰস্তাবে সন্মত হইযা পরে শ্ৰীমৎ শিবানন্দ স্বামী ও একজন শিস্যকে ঐ উদ্দেশ্যে এখানে প্রেরণ করিযাছিলেন। কাশীতে অবস্থান কালে স্বামিজী প্ৰায প্ৰত্যহ অপরাহ্নে নৌকায করিয়া বিচরণ করিতেন, এবং শরীর ভাল থাকিলে কোন কোন দিন নদীতে স্নান করিয়া ৬/বিশ্বেশ্বর দর্শনেও গমন করিতেন । কিন্তু এখানে থাকি যাও তাহাকে মিশন সংক্রান্ত যাবতীয় কাৰ্য্যের সংবাদ রাখিতে হইত। বেলুড় মঠ হইতে চতুর্দিককার চিঠির গাদা প্ৰত্যহ এখানে প্রেরিত হইত। সেই সকল চিঠির জবাব লিখিতেও বহু সময় লাগিতা। অনেক চিঠিতে আবার সমাজ, দর্শন, ও ঐতিহাসিক জটিল সমস্যাদির মীমাংসা করিতে হইত। স্বামিজীর উপদেশ প্রভাবে কতিপয বঙ্গীয় যুবক মিলিত হষ্টয়া অনাথ আতুরদিগের সেবার জন্য কাশীতে একটি সমিতি § ඝම්රඝ