পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন প্ৰান্তে । কিয়ৎক্ষণ পরে কয়েকটি সঙ্কীৰ্ত্তনের দল মঠে আগমন করায় স্বামিজী তাহাদিগকে দেখিবার জন্য ঘরের দক্ষিণদিকের মধ্যকার জানালার রেলিং-এ ভর দিয়া দাড়াইলেন এবং মঠের বিস্তৃত প্রাঙ্গনে ও ইতঃস্ততঃ সমবেত অগণ্য ভক্তমণ্ডলীর প্রতি নিৰ্ণিমেষ নেত্ৰে চাহিয়া রহিলেন, কিন্তু বেশীক্ষণ দাড়াইয়া থাকিতে পারিলেন না। একটু পরেই বসিয়া পড়িলেন। দাড়াইয়া কষ্ট হইয়াছে বুঝিয়া শরৎবাবুধীরে ধীরে তঁহার মস্তকে ব্যজন করিতে লাগিলেন। তারপর শরৎবাবুর সহিত কথাবাৰ্ত্তা হইতে লাগিল। শরৎবাবু বলিলেন ‘আপনি যদি দয়া করিয়া মনের বন্ধনগুলা কাটিয়া দেন। তবেই উপায় ; নতুবা এ দাসের উপায়ান্তর নাই। আপনি শ্ৰীমুখের বাণী দিন-যেন এই জন্মেই মুক্ত হিসে যাই ।” স্বামিজী তঁহাকে আশ্বাস দিয়া বলিলেন “ভয় কি ? যখন এখানে এসে প’ড়েছিস তখন নিশ্চয় হয়ে যাবে।” কিন্তু শরৎবাবুর বোধ হয় মনে হইতেছিল আয় অধিক দিন স্বামিজীর দর্শনলাভের সৌভাগ্য ঘটবে না, তাই তিনি অধীর হইয়। স্বামিজীর পাদপদ্ম ধারণ পূর্বক কঁাদিতে কঁদিতে বলিলেন- ‘এবার আমার উদ্ধার করিতেই হইবে।” স্বামিজী স্নেহাৰ্দ্ধকণ্ঠে বলিলেন “বৎস A কে কার উদ্ধার করতে পারে বল ? গুরু কেবল কতকগুলি আবরণ দূর করে দিতে পারেন। ঐ আবরণগুলো গেলেই আত্মা আপনার গৌরবে: আপনি জ্যোতিষ্মান হয়ে সুৰ্য্যের মত প্ৰকাশ পায়ী শরৎবাৰু তথাপি বলিলেন “তবে শাস্ত্ৰে কৃপার কথা শুনতে পাই কেন ? এতদুত্তরে স্বামিজী মহাপুরুষদিগের কৃপার একটী সুন্দর ব্যাখ্যা sets