পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । যখন তাহার মনে কোন কৰ্ম্ম সম্পাদনের ইচ্ছা উদিত হইত। তখন পীড়া বা যন্ত্রণা তুচ্ছ জ্ঞান কবিতেন। এমন কি জীবনের শেষ দিন পৰ্য্যন্তও মঠের বেদাদি শাস্ত্ৰ অধ্যাপন বা সমস্যাসমাধান সভাতে স্বয়ং উপস্থিত থাকিযা ব্ৰহ্মচারিগণকে উৎসাহিত এবং কাৰ্য্য পরিচালনে সাহায্য কবিয়াছিলেন। অনেক সময ধ্যানেব। প্ৰণালী এবং সাধন-প্রক্রিযাসমূহ মুখে ব্যাখ্যা কবিতেন এবং কাৰ্য্যতঃ দেখাইয়া দিতেন। এতদ্ব্যতীত নিজেব লেখা পড়া হিন্দু দর্শন বা ভাবতবর্ষের ইতিহাস সম্বন্ধে কোন প্ৰযোজনীয কথা উদ্ধত কবিয়া বাখ এবং চিঠি পত্ৰেৰ উদ্ভব দেওযা এবং সাধাবণেৰ সঙ্গে দেখা সাক্ষাৎ খ্যা আলােপাদিতেও বহু সমT ‘অতিবাহিত হইত। সমযে সমযে চিত্তবিনোদেব জন্য গান গাহিতেম বা গুঞ্চ পাতাদিগেব সাহিত হাস্য পবিহােস কবিতেন । ইহাতে অনেক সময গুক পাতাদিগেব বিষগ্ন ভাব দুব হইবা যাইত। তঁাহাবা মনে করিতেন স্বামিজী বুঝি ভাল আছেন। প্রকৃত ব্যাপাব। কিন্তু তাঁহা নহে। স্বামিজী তঁহাদিগেব মুখে প্ৰসন্নতা আনযনেব জস্যই ইচ্ছা করিষা ঐ রূপ বঙ্গ কৌতুক ও স্বচ্ছন্দতার ভাণ কবিতেন। আবাবা-অনেক সময় হঠাৎ কথাবাৰ্ত্তার মধ্যে ক্লান্তিবশতঃ নীরব হইয়া যাইতেন-চোখে মুখে যেন একটা তন্দ্রার ভাব আসিযা পড়িত৷-কি যেন একদৃষ্টি দেখিতেছেন-মনে হইত। তাহাব মন সম্মুখস্থ বিষযা ত্যাগ করিষা কোন দূত্র দেশে ভ্ৰমণ করিতেছে। অমনি সকলে বুঝিতেন তাহার বিশ্রামের প্রয়োজন হইযাছে এবং তৎক্ষণাৎ তাহাকে ত্যাগ করিয়া যাইতেন । Y o o R.