পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অকুল চিন্তাসাগরে আশ্রয় >o○ তাহার পরিচয় লওয়া হইত। নরেন্দ্ৰ উপলব্ধি করিতেন যেন একটা জ্যোতিবিন্দু ঘুরিতে ঘুরিতে ক্ৰমে ভ্ৰযুগলের মধ্যভাগে স্থির হইয়া দাঁড়ায়। তারপর যেন সেই জ্যোতিমধ্য হইতে নানাবিধ অসংখ্য উজ্জল রশ্মি চতুর্দিকে বিকীর্ণ হইতে থাকে। তারপর র্তাহার জ্ঞান যেন সাধারণ সসীম ক্ষেত্র ছাড়িয়া এক অজ্ঞেয় অসীম রাজ্যের মধ্যে গিয়া পড়ে, কিন্তু ঠিক এই স্থানে আসিলেই তাহার ধ্যানভঙ্গ হইত এবং সেই আলোকরশ্মি-উদ্ভাসিত বর্ণমালা অন্তহিত হইত। মহর্ষি বুঝিলেন এ যুবকটি সাধারণ যুবক-সম্প্রদায় হইতে কিঞ্চিৎ স্বতন্ত্র। সুতরাং তিনি তাহাকে বিশেষ উৎসাহ দিতে লাগিলেন এবং নিজে বতদুর পারিলেন এ বিষয়ে সহায়তা করিতে লাগিলেন । এমন কি অপরের নিকট তাঁহাকে একজন অসাধারণ সুপ্ত-শক্তিমান যুবক বলিয়াও প্রকাশ করিলেন। নরেন্দ্র একান্ত শ্রদ্ধাসমন্বিত চিত্তে প্ৰত্যহ তাহার নিকট যাতায়াত ও তাহার উপদেশ মত কাৰ্য্য করিতে লাগিলেন। কিন্তু তথাপি তিনি যাহা খুজিতেছিলেন তাহা পাইলেন নাশাস্তিমিলিল না। একদিন তিনি মহৰ্ষির গঙ্গাবক্ষে ভাসমান নৌকা মধ্যে গমন করিয়া, দ্রুতগতি তঁহার কক্ষে প্ৰবেশ স্করিলেন। মহর্ষি তখন উপাসনা করিতেছিলেন। নরেন্দ্র কিঞ্চিৎ উত্তেজিত স্বরে প্রশ্ন করিলেন “মহাশয় আপনি কি স্বয়ং ঈশ্বর দর্শন করিয়াছেন?” সহসা এই তীক্ষ্ম কণ্ঠের অপূৰ্ব্ব প্রশ্নে মহৰ্ষির ধ্যান ভঙ্গ হইল, তিনি কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া প্রশ্নের উত্তর দিবার চেষ্টা করিলেন। একবার-দুইবার-তিনবার তাহার চেষ্টা ব্যর্থ হইল, তিনি ক্ষণকাল নরেন্দ্রের নেত্রমধ্যে দৃষ্টি সন্নিবেশ করিয়া বলিয়া উঠিলেন “বৎস! তোমার চক্ষুদ্বয় ঠিক যোগীদিগের চক্ষের ন্যায়৷ ”- ,藏