পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSV স্বামী বিবেকানন্দ »*N ቚYŠ লাগিল এবং সংশয়ে চিত্ত নিরন্তর দোলায়মান হইয়া শাস্তি সুদূরপরাহত হইয়া রহিল-সাংসারিক অভাবের হ্রাস হইল না । “গ্রীষ্মের পর বর্ষা আসিল, এখনও পূর্বের ন্যায় কৰ্ম্মের অনুসন্ধানে ঘুরিয়া বেড়াইতেছি। একদিন সমস্ত দিবস উপবাসে ও বৃষ্টিতে ভিজিয়া রাত্রে অবসন্নপদে এবং ততোধিক অবসন্ন মনে বাটীতে ফিরিতেছি, এমন সময়ে শরীরে এত ক্লান্তি অনুভব করিলাম যে আর এক পদও অগ্রসর হইতে না পারিয়া পার্শ্বস্থ বাটীর রকে জড়পদার্থের ন্যায় পড়িয়া রহিলাম। কিছুক্ষণের জন্য চেতনার লোপ হইয়াছিল। কিনা বলিতে পারি না ! এটা কিন্তু স্মরণ আছে, মনে নানা বর্ণের চিন্তা ও ছবি তখন আপনা। হইতে পার পর উদয় ও লয় হইতেছিল এবং উহাদিগকে তাড়াইয়া কোন এক চিন্তাবিশেষে মনকে আবদ্ধ রাখিব এরূপ সামর্থ্য ছিল না । সহসা উপলব্ধি করিলাম, কোন এক দৈবশক্তিপ্রভাবে একের পর অন্য এইরূপে ভিতরের অনেকগুলি পর্দা ফেন উত্তোলিত হইল এবং শিবের সংসারে অশিব কেন, ঈশ্বরের কঠোর ন্যায়পরতা ও অপার করুণার সামঞ্জস্য প্রভৃতি যে সকল বিষয় নির্ণয় করিমুক্ত না পারিয়া মন এতদিন নানা সন্দেহে আকুল হইয়াছিল, সেই সকল বিষয়ের স্থির औभiश्न অন্তরের নিবিড়তম প্রদেশে দেখিতে পাইলাম। আনন্দে উৎফুল্প হইয়া - উঠিলাম, অনন্তর বাটী ফিরিবার কালে দেখিলাম, শরীরে বিন্দুমাত্র ক্লাস্তি নাই, মন অমিত বল ও শাস্তিতে পূর্ণ এবং রজনী অবসান হইবার স্বল্পই বিলম্ব আছে।”* •r፻ - নরেন্দ্র সংসার চালাইবার জন্য অনেক প্রকার চেষ্টা করিতে" লাগিলেন। ‘ফ্রী-মেসন’ হইলে যদি কোন সুবিধা হয় এই ভাগ্নিগ্ধ s ईी शैब्रभिश्लीलieनश-aभ उांश । 2. མ་་་་ གི་མི་