পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SStr স্বামী বিবেকানন্দ S3. RNS) ‘চেলা’ শব্দের অর্থ অবগত নহেন। এজন্য র্তাহাকে জিজ্ঞাসা *f;(or 'Do yo know, sir, what a chela is (air, ‘চেলা’ কাহাকে বলে আপনি জানেন কি ? ) সাহেব দেখিলেন ছেলেটি বড় সোজা নয়, তিনি আরও অনেক জেরা করিলেন। কিন্তু বড় সুবিধা করিতে পারিলেন না। বিচারক নরেন্দ্রের সপ্রতিভ উত্তরপ্ৰত্যুত্তর শুনিয়া ও র্তাহাকে আইনক্লাসের ছাত্র জানিতে পারিয়া ks&rfti “Young unan, you will make a very good lawyer." (যুবক তুমি একজন ভাল উকীল হবে)। অপর পক্ষের এটৰ্ণিও আদালতের বাহিরে আসিয়া তাহার হাত ধরিয়া উৎসাহের সহিত বলিয়াছিলেন “জজ সাহেবের যা মত আমারও তাই, বাস্তবিক আইন ব্যবসায়ই তোমার উপযুক্ত। আমি তোমার মঙ্গল কামনা করি।” মোকৰ্দমাটি মিটিতে অনেক দিন লাগিয়াছিল। পরমহংসদেবের জীবদ্দশায় আরম্ভ হইয়া তাহার দেহত্যাগের পরও কিছুদিন চলিয়াছিল; ফলে বিশ্বনাথবাবুর পরিবারবর্গের কিঞ্চিৎ সুবিধা হইয়াছিল বটে, কিন্তু খরচার দায়ে তাহারা সর্বস্বান্ত হইয়া, ছিলেন । - এই সময়ে যে দুঃখকষ্ট গিয়াছে তাহা বৰ্ণনাতীত। নরেন্দ্র একদিন দুঃখ সহ্য করিতে না পারিয়া পরমহংসদেবের কৃপা ভিক্ষা করিতে দক্ষিণেশ্বর পর্য্যন্ত ছুটয়া গিয়াছিলেন। ছুটিতে ছুটতে পা হইতে চটি পড়িয়া গিয়াছিল, পথের ধারের জঙ্গলে হাত পা ক্ষতবিক্ষত কিন্তু তথাপি ভ্ৰক্ষেপ নাই। দক্ষিণেশ্বরে পৌঁছিয়া পরমহংসদেবেরং পদপ্রান্তে নিপতিত হইয়া কাতরকণ্ঠে বলিলেন “কি করি বলুন, কি করি ? কোন আশা দেখছি না। আপনি মা কালীকে বলিয়া কহিয়া । আমাদের সাংসারিক দুঃখ নিবারণের একটা উপায় করিয়া দিন।”