পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীরামকৃষ্ণচরণে Y8s বিষম বেদন জাষ্টিতেছিল তাহার হস্ত হইতে পরিত্ৰাণ লাভের জন্য র্তাহারা উন্মত্তের ন্যায় তাহার উপদেশ কাৰ্য্যে পরিণত করিবার চেষ্টা করিতে লাগিলেন। যখনই দুইজন একত্র হইয়াছেন, অমনি তাহার সম্বন্ধে আলোচনা, কখনও বা যে গৃহে তিনি ছিলেন তাহার মেজেতে গড়াগড়ি—এইরূপে কয়েক দিন কাটিল। গৃহী শিষ্যেরাও আসিতেন, - তাহাদেরও ঐরূপ ভাব। সে স্থানের প্রতি ধূলিকণাতে যেন শ্ৰীরামকৃষ্ণ- , দেবের স্মৃতি ও প্রভাব বিরাজ করিতেছিল। র্তাহার তিরোধানের পর এক সপ্তাহের মধ্যেই একটি অদ্ভুত ঘটনা । ঘটে। একদিন রাত্রে নরেন্দ্র ও তাহার একজনু গুরুভ্রাতা চিন্তামগ্ন ভাবে একত্রে উদ্যান মধ্যে বিচরণ করিতেছিলেন, এমন সময়ে এক জ্যোতিৰ্ম্ময়-মুৰ্ত্তি উভয়েরই নেত্রপথে পতিত হইল -একি ?-এ যে শ্ৰীশ্ৰীগুরুদেবের প্রতিচ্ছবি ! দুইজনেই ইহা প্রত্যক্ষ করিলেন, কিন্তু নরেন্দ্র উহা তেঁাহার নিজের ভ্রান্তিদর্শন হইতে পারে—এই আশঙ্কায় বাঙ নিষ্পত্তি . করিলেন না। কিন্তু যখন তাহার গুরুভ্রাতাটি বলিয়া উঠিলেন “নরেন, দেখ দেখা!”-তখন র্তাহার সংশয় দূর হইল |-বুঝিলেন সত্যই তিনি জ্যোতিৰ্ম্ময়রূপে দৰ্শন দিয়াছেন। তখন তঁকুর আর সকলকে চীৎকার করিয়া আহ্বান করিলেন, কিন্তু তাহারা আসিতে আসিতেই সহসা সেই জ্যোতিমূৰ্ত্তি অদৃশ্য হইয়া গেলেন। । , ঠাকুরের" দেহত্যাগের পর তঁাহার ভস্মাবশেষ ও অস্থি একটি তাম্রকলসে রক্ষা করিয়া, কৃষ্ণুপুকুর বাগানে যে ঘরে তিনি থাকিতেন। "সেই ঘরে রাখা হইয়াছিল, কিন্তু তাঁহা লইয়া এই সময়ে তাহার গৃহী ও সন্ন্যাসী শিষ্ট্যদিগের মধ্যে মতভেদ উপস্থিত হইল। সন্ন্যাসীদের ইচ্ছা! ? ঐগুলি গঙ্গাতীরেই সমাহিত করা হয়, কারণ তিনি গঙ্গাতীর ভাল* বাল্লিতেন ; কিন্তু গৃহীরা বলিলেন-প্রথমত, গৃহী ব্যতীত আর কাহারও