পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরাহনগর মঠ প্ৰতিষ্ঠা SGS) সুরেন্দ্রবাবু একজন অদ্ভূত হৃদয়বান ও নিঃস্বাৰ্থ ব্যক্তি ছিলেন। পরমহংসদেব তঁহাকে আদর করিয়া ‘দানা’ (অর্থাৎ শিবানুচর ) श्रुव्भि ডাকিতুন। ইহার উপরোক্ত কথানুসারে বরাহনগরে একটি বাটী ভাড়া লণ্ডয়া হইল। বাড়ীটি অনেকদিনের পুরাতন ও বনজঙ্গলে পরিপূর্ণ। বহুদিন হইতে লোকজন না থাকাতে, উহা ‘পড়েবাড়ীর শ্রেণীভুক্ত হইয়াছিল, এমন কি তাহ অপেক্ষাও গুরুতর অপবাদ ইহার রািটয়াছিল। লোকে বলিত ঐ বাড়ীতে ভূত আছে। সে যাহা । হউক বাড়ীটি যে অতিশয় জীর্ণ অবস্থায় বহুবৎসর পড়িয়াছিল তাঁহাতে। কোন সন্দেহ নাই। কোন লোকে ভাড়া দিয়া দেখানে থাকিতে । সম্মত হইত না— ভয়, পাছে ছাদ খসিয়া ঘাড়ৈ পড়ে! শ্রীরামকৃষ্ণ-শিষ্যগণের ভূত বা মৃত্যুর ভয় বিশেষ ছিল না। র্তাহারা দেখিিছেলন বাড়ীটির खांऊंॉ. कंभ, শুর গঙ্গার নিকটে-অথচ সহরের গোলমাল হইতে অনেক দূরে, ধ্যান-ধারণার কোন ব্যাঘাত হইবার সম্ভাবনা নাই ; সুতরাং কাশীপুরের বাগান ছাড়িয়া দেওয়া হইলে তাহারা এইখানেই আশ্রয় গ্ৰহণ করিলেন। এক্ট,আশ্রম ১৮৮৬ হইতে ১৮৯২ সাল পৰ্য্যন্ত এইখানেই ছিল এবং ইহারই नांई*बुक्श्नशन s' t *: ১৮৮৬ খৃষ্টাব্দের আগষ্ট হইতে ডিসেম্বর পর্যন্ত ধীরে ধীরে মঠটি গঠিত হইতে লাগিল। সন্ন্যাসীদের কেহ না কেহ স্থায়ীভাবে এখানে থাকিতেন, কেহ বা দিনকতকের জন্য তীর্থভ্ৰমণে যাইতেন, আবার ফিরিয়া আসিয়া এইখানেই থাকিতেন। যাহারা গৃহের বন্দোবস্ত । :কিরিবার জন্য গিয়াছিলেন তাহারাও প্রায় প্রত্যহ এখানে সমাগত হইতেন। নরেন্দ্র এই দলের "প্রধান ছিলেন। সাংসারিক বিশৃঙ্খলার জন্য ষ্ট্ৰতিনি একেবারেী:সংস্কার উপেক্ষা করিতে পারিলেন না। মধ্যে মধ্যে - গৃহে ষ্টুগিয়া সাংবারিক অভাব-অভিযোগ শ্রবণ ও নিবারণের চেষ্টা