পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏕᏫ8 স্বামী বিবেকানন্দ Sቕ፪ ቚYŠ করিতে হইত। তবে , দিবসের অধিকাংশ এবং রান্ত্রিটা মঠেই । কাটাইতেন। এই যে এতগুলি যুবক সন্ন্যাসী একত্র মিলিত হইয়া একটা নবসঙ্ঘে পরিণত হইল, ইহার প্রধান উদ্যোক্তাই নরেন্দ্রনাথ । তিনিই । ইহার পরিচালক, উৎসাহদাতা ও কেন্দ্ৰস্বরূপ ছিলেন। সংসারের সহিত প্ৰাণপণ যুদ্ধ করিয়াও তিনি এক মূহুৰ্ত্ত মঠের চিন্তা হইতে বিরত ছিলেন না। ক্রমে তাহার সাংসারিক গোলযোগ মিটয়া আসিল। যখন দেখিলেন ঝন্ধটি চুকিয়াছে, তখন তিনি, র্যাহারা জাঙ্গুয়ািন্ত্রীতে পরীক্ষা দিবেন বলিয়া গৃহে বাস করিতেছিলেন, র্তাহাদিগকে মঠে আরূষ্ট করিষ্কার জন্য বদ্ধপরিকর হইলেন। দিবসের মধ্যে কথন। কাহার গৃহে গিয়া উপস্থিত হইতেন তাহার কিছু স্থিরতা ছিল না । সফ্টলই তঁাহার আগমন-ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পরীক্ষার জন্য পাঠাভ্যাস করিতেন, কিন্তু তিনি একটা প্ৰকাণ্ড ঝড়ের মত হঠাৎ আসিয়া উপস্থিত হইতেন এবং তঁহাদের গৃহদ্বারে উপযুপরি করাঘাত করিয়া দ্বার উদঘাটন করিতে বাধা করিতেন। সেখান হইতে তাহাদিগকে রাজপথে টানিয়া লইয়া গিয়া অভিভাবকদিগের অসাক্ষাতে ওজস্বিনী ভাষায় বলিতেমা-“তোরা সব কি জীবনটা একজামিন দিয়েই কাটাবি ঠিক করেছিস্ ? এই কি তার উপদেশ ‘পালন করা। এই কি তঁর মনোমত কাৰ্য্য ! এই জন্যই কি তিনি এত কষ্ট সহ করে গেলেন: ; সন্ন্যাসী হয়েছিল, ত্যাগমন্ত্রে দীক্ষিত হয়েছিল, তবু একজামিন পাস করে সংসারের উন্নতিকামনা করিস্ ? ত্যাগ ও ভোগবাসনা কি একসঙ্গে থাকৃতে পারে ? ধিক্ তোদের। শীগগির ওসব ছেড়েছুড়ে দিয়ে মঠে চল ।” এবহুপ্রকার ভৎসনা বাক্যে, কখনও বা ধীরভাবে বুঝাইয়া-সুঝাইয়া তিনি তাহাদিগকে মােঠ... */ ফিরাইবার চেষ্টা করিতেন। তঁহার উদ্দীপনাময়ী , বক্তৃতায় “.