পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दनांश्नशन भट्ठे थडिछे। Sco . গুরুভাইদের পূর্বকথা স্মৃতিপথে দপ করিয়া জলিয়া উঠিত ও সংসারকামনার ক্ষীণ বীজ তৎক্ষণাৎ ধ্বংস হইয়া যাইত। তাহারা নরেন্দ্রের বাক্যে অনুতপ্ত হইয়া পাঠাদি ত্যাগ করিয়া মঠে চলিয়া মাইতেন, কিন্তু দুই একদিন থাকিয়াই আবার গৃহে ফিরিয়া আসিতেন। পুনরায় নরেন্দ্র পূর্ববৎ প্রত্যেকের বাটীতে গিয়া অগ্নিময়ী ভাষায় সরুলের প্ৰাণে বৈরাগ্য-বৰ্হি জালাইবার চেষ্টা করিতেন। এইরূপ করিতে করিতে ক্রমশঃ গুরুভ্রাতাদিগের মন টলিল। সংসার-ত্যাগের সংকল্প সুদৃঢ় হইল। তাহারা বুঝিলেন, স্বাহারা পারমার্থিক পথের পথিক, যাহারা ইন্দ্ৰিয়রাজ্য ছাড়িয়া আধ্যাত্মিক রাজ্যে প্রবেশের জন্য অগ্রসর, তাহদের নিকট বিশ্ববিদ্যালয়ের উপাধির** মূল্য অতি সামান্ত, সাংসারিক বিদ্যশিক্ষা অতি হেয়! সুতরাং ক্ৰমে ক্রমে তাহারা পরীক্ষায় বীতশ্রদ্ধ হইয়া পড়িলেন ও একে একে মঠে আসিয়া যোগ দিতে লাগিলেন ।* ডিসেম্বর মাসের শেষভাগে তাহারা সকলেই

  • এইরূপ মন পরিবর্তনের আর একটি প্রধান কারণ তাঁটপুরের ঘটনা। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে প্ৰেমানন্দ স্বামীর মাতা স্বীয় আঁটপুরের বাটীতে সন্ন্যাসীদের নিমন্ত্ৰণ করিয়া লইয়া যান। এখানে তাহারী কয়েক-দিবস একত্র সঙ্কীৰ্ত্তন, ধ্যান-ধারণা , ও ধৰ্ম্মপ্রসঙ্গ আলোচনা করিয়া এরূপ মাতোয়ারা হইয়া পড়িলেন যে, অতঃপর আর বাটতে ফিরিয়া না গিয়া মােঠই অবস্থান কৰিবেন এইরূপ স্থির করিলেন। আঁটপুরে একদিন স্বামীজি এরূপ প্রাণস্পর্শী ভাষায়_ খৃষ্টমাহাত্ম্য - বর্ণনা করেন যে, সকলে একেবারে সেই মহাপুরুষের ভাবে পর্তৰ্ম্ময় হইয়া যান।

দৈবক্রমে সেদিন যীশুখ্রীষ্টের জন্ম দিবসের অধিবাস রজনী (Christmas W কিন্তু প্রথমে তাহা কেহই জানিতেন না। পরে যখন জানিতে পারলেন তখন তঁহাদের বিস্ময়ের সীমা রহিল না।. ভীম্বারা মনে করিতে লাগিলেন। ঐদিনে অজ্ঞাতসারে, এরূপ আলোচনা নিশ্চয়ই বিধাতা-নির্দিষ্ট ঘটনা। সেই দিন হইতে, তঁহাদের সকলের মনে সজাগঠনের বাসনা দৃঢ়বন্ধ হইল। " w