পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏱᏣtᏔ স্বামী বিবেকানন্দ ya *NSè একেবারে গৃহ ছাড়িম্বা মঠে বাস করিতে লাগিলেন। গৃহ-সংসার সব ভাগিল,-আধ্যাত্মিকতার প্রবল প্রবাহ তাহাদিগকে নূতন পথে টানিয়া লইয়া চলিল। w দৃপ্ত সিংহের ন্যায় তেজস্বী নরেন্দ্রনাথ এই সময়ে ভবিষ্যৎদ্বধৰ্ম্মক্ষেত্রের জন্য তুঁহাদের হৃদয়কে আপনার বিপুল শক্তি সাহায্যে বজ্রবৎ দৃঢ় করিয়া গঠিত করিতে লাগিলেন। সন্ন্যাসীর জীবন বড় কঠোর। সুখের ক্ৰোড়ে ঈশালিত এই সকল ভদ্রসন্তানেরা যাহাতে ত্যাগমার্গের দাবীদাহ সহনে হইয়া দুৰ্ব্বালচিত্তে পলায়ুম, না করেন তাহার জন্য তিনি অশ্রান্ত ‘ دنده পরিশ্রমে তাঁহাদের মনকে ঢুলীয়ান করিতে লাগিলেন। তাহারাও সানন্দে ভঁাহার-হস্তে আত্মসমৰ্পণ করিলেন, কারণ তাহারা জানিতেন, যে প্ৰভু শ্ৰীরামকৃষ্ণ র্তাহারই হস্তে র্তাহাদিগের ভারার্পণ করিয়ু গিয়াছেন, —র্তাহার উপর ঠাকুরের অগাধ বিশ্বাস ছিল। তা ছাড়া নরেন্দ্রেীয় নিজেরও এমন একটা অদ্ভুত শক্তি ছিল যে, কেহই তাহার প্রভাব उडिकभ করিতে পারিত না। তাহার গমনভঙ্গী, চক্ষুর মোহিনী শক্তি, ওজস্বিনী * ভাষা ও প্রতিভাদীপ্ত মুখমণ্ডল দর্শকমাত্রেরই প্ৰাণে স্বতঃই তাহার উপর একটা নির্ভরতার ভাব আনিয়া দিত। গুরুভ্রাতার ক্ষেহ কেহ মনে করিতেন “নরেন্ত্রের অনুৰন্তী হইয়া কাৰ্য্য করিলেই ঠাকুর সন্তুষ্ট হইবেন”, কেহ ভাবিতেমাইনি তাঁহারই প্রতিনিধি।” কিন্তু মরেন্দ্র তাহাদিগকে সহােদরাতুল্য জ্ঞান করিতেন এবং সতত স্নেহ-ভালবাসার বন্ধনে বেষ্টিত করিয়া রাখিতেন। তবে প্রয়োজন হইলে কঠোর অন্ত্রও প্রয়োগ করিতে জানিতেন। এইরূপে ধীরে ধীরে নবগঠিত্ সঙ্ঘ দৃঢ়ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইল। নরেন্দ্র হইলেন তাহার অধিনায়ক ১- ۔۔۔۔۔ মঠ স্থাপনার পরেও মাঝে মাঝে ঐ সকল সন্ন্যাসীদিগের ཨ་ཅི་