পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दकgठाgछ Ves বিশেষ যত্ন করিয়াছিলেন তন্মধ্যে গণিত ও গণিত-জ্যোতিষ (Astronomy) অন্যতম। জ্যোতিষে তাহার সবিশেষ অধিকার জন্মিয়াছিল। চতুৰ্থ বার্ষিক শ্রেণীতে পড়িবার সময় তিনি “Godfrey’s Astronomy” নামক পুস্তকথানি সমগ্ৰ আয়ত্ত করিয়াছিলেন এবং উচ্চাঙ্গের গণিত (Higher Mathematics ) অভ্যাসে সাতিশয় আনন্দ অনুভব করিতেন। বাল্যকাল হইতেই তিনি সংস্কৃতানুরাগী ছিলেন। বার বছর বয়সে মুগ্ধবোধ ব্যাকরণের সমুদয় সূত্রগুলি কণ্ঠস্থ করিয়া ফেলিয়াছিলেন এবং চৌদ্দ বৎসরে সংস্কৃতে বেশ সুন্দর রচনা করিতে পারিতেন । কিন্তু তঁহার সর্বাপেক্ষা অনুরাগ ছিল বাঙ্গলা ভাষার প্রতি। ' তাহার স্মৃতিশক্তি অদ্ভুত রকমের ছিল। পূর্বেই বলিয়াছি। এ বিষয়ে তাহার জননীর সহিত তাহার বিশেষ সাদৃশ্য লক্ষিপ্ত হয়। র্তাহার মাতার নিকট কোন কবিতা একবার পাঠ করলে তিনি । তারপর যে কোন সময়ে আগাগােড়া তাহা মুখস্থ বলতে পারিতেন ! ... নরেন্দ্রনাথে এই শক্তি বিশেষ উৎকর্ষ লাভ করিয়ছিলাঁ?" তিনি ইচ্ছা- ? মাত্ৰ যে কোন বিষয়ে অল্পক্ষণেই মনঃসংযম কঁরিতে পারিতেন এবং তাহার পর সে বিষয় আর কখনও তােহাঁর স্মৃতিপথ হইতে অপস্থত হইত না। র্তাহার স্মৃতিশক্তি সময়ে সময়ে যেন দৈবানুগৃহীত বলিয়া মনে হইত ও তদর্শনে সাধারণ লোকের বিস্ময় ও ভক্তির সীমা থাকিত না । তিনি যে জিনিষ একবার শুনিতেন জীবনের শেষ মুহূৰ্ত্ত পৰ্য্যন্ত তাহার প্রতি পংক্তি আবৃত্তি করিতে পারিতেন। শ্ৰীশ্ৰীলীলা প্রসঙ্গীকার বলেন “শৈশব হইতেই তাহার পাঠাভ্যাসের ' রীতি ইতরসাধারণ বালকের ন্যায় ছিল না। বালে বিদ্যালয়ে ভৰ্ত্তি হইবার পরে দৈনিক পাঠাভ্যাস করাইয়া দিবার নিমিত্ত র্তাহার জন্য একন্তু শিক্ষক নিযুক্ত হইয়াছিলেন। নরেন্দ্রনাথ বলতেন। তিনি , 叠