পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> RNV স্বাস্থ্যবিজ্ঞান । একটার ধনুষ্টঙ্কার রোগে স্থতিকাগারেই মৃত্যু হয়, ২ টার মৃত্যু দুই মাসের মধ্যে দুর্বলতায়, ৩ টার মৃত্যু পাঁচ মাসের মধ্যে উদরাময়ে, এবং ৪ টাঁর মৃত্যু দন্তোদগমকালে জ্বর ও তাড়কায় ; অবশিষ্ট ৭টি দুৰ্ব্বল ও রুগ্ন অবস্থায় জীবন ধারণ করিয়াছিল।” বৃদ্ধ সুশ্রুত বলেন “পঞ্চবিংশতির নূ্যন বয়স্ক পুরুষের ঔরসে, ষোড়শ বর্ষের নূ্যন বয়স্ক বালিকার গর্ভে যে শিশু জন্মে, তাহা হয় গর্ভেই বিপন্ন হয়, অথবা ভূমিষ্ঠ হইয়া অল্প দিনে মৃত্যুমুখে পতিত হয় ; অথবা দুৰ্ব্বলেন্দ্ৰিয় হইয়া জীবিত থাকে ; অতএব অল্প বয়স্ক বালিকায় গর্ভাধান করিবে না ।” এক দিকে এই দেশে যেমন বাল্যবিবাহের কুফল ঘোষিত হইতেছে, অপরদিকে বিলাতে গৌণ বিবাহের (২৫/২৬ বৎসর বা তদূৰ্দ্ধ বয়স্ক নারীদের) অনিষ্টকারিতা প্রতিপাদনের চেষ্টা চলিতেছে। ধাত্রীবিদ্যা-অধ্যাপক বলস হেডলী এম, এ, এম, ডি, বলেন, বৰ্ত্তমান গৌণ বিবাহ ও স্বয়ম্বর প্রণালীর দোষে বালিকাদিগকে অতিরিক্ত মানসিক পরিশ্রম সাধন ও নানাবিধ অস্বাস্থ্যকর পরিচ্ছদ পরিধান করিতে হয় । তাহাতে তাহদের জরায়ু শীর্ণ ও নানাবিধ রোগে আক্রান্ত হয় । হাসপাতালে প্ৰতি নয়জনের মধ্যে একজনকে, এবং উচ্চ শ্রেণীর বালিকাদের অধিকাংশকে, যন্ত্রের সাহায্যে প্রসব করাইতে হয়। অধ্যাপক বলেন, ২৫ বৎসর ও তদুৰ্দ্ধ বয়স্ক কুমারীদের জরায়ু ও অসৎ প্রায় কঞ্জেষ্টেড (congested) ও গ্রানি উলার (granular) অবস্থায় থাকে, এবং তাহা হইতে প্রোয় সৰ্ব্বদা অধিক মিউকাস নিৰ্গত হয় । এই অবস্থায় বিবাহ ও গর্ভ সঞ্চার হইলে, প্রসবের সময় গ্রানিউলারি অন্স প্রসারিত না হইয়া প্রায় বিদীর্ণ হইয়া যায়, এবং পরিশেষে জরায়ু স্থানচ্যুত বা নানা প্রকারে রোগগ্ৰস্ত হয় । ৩ । শিব সৎকার—শব সৎকার প্ৰণালী দ্বিবিধ, সমাধি এবং দাহ । সুপ্রিসিদ্ধ পার্কস বলেন “স্বাস্থ্যবিজ্ঞানের দিগে দেখিতে গেলে সমাধিপ্রথা অতি নিকৃষ্ট বলিয়া প্রতীয়মান হয় । সমাধিক্ষেত্রের নিকটস্থ বায়ু সতত দূষিত এবং পানীয় জল অত্যন্ত বিকৃত হয়। সমাধির নিকটবৰ্ত্তী জনপদের এই দ্বিবিধ অনিষ্ট ব্যতীত আর একপ্রকার অনিষ্ট হয় – পুরাতন সমাধি খননকালে রোগের প্রাদুর্ভাব হয়। দ্বাহের শ্রেষ্ঠতা ।