পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিউমোনিয়া ও এরিসিপোলাস। SVS নিউমোনিয়া হইলে পুনর্বার হইবার খুব সম্ভাবনা । হিম, ব্ৰঙ্কাইটিস, চেষ্টে আঘাত, অনিষ্টকর চূর্ণ পূরিত বায়ু সেবন প্রভৃতিও নিউমোনিয়ার গৌণ কারণ । এক্সাইটিং কাজ-অনেকের মতে নিউমো-ককাস (Ameano coccus) একিউট ক্রুপাস নিউমোনিয়ার মুখ্য কারণ ৷ পঞ্জাবে নিউমোনিয়া এপিডেমিকের সময় জাইলস (G. Giles) রোগীর রক্ত ও কাফে এই মাইক্ৰোব প্ৰাপ্ত হইয়াছিলেন । এই রোগবীজ যে সংক্ৰামক তাহার অনেক প্রমাণ পাওয়া গিয়াছে। একদা মিডল স্বর (Middlesborough) নামক স্থানে এক ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তিতে, এইরূপ ১০ ০০ ব্যক্তিতে, এই রোগ ংক্রামিত হয় ; তন্মধ্যে ৩৬৯ জনের মৃত্যু হইয়াছিল। পঞ্জাবেও এইরূপ এপিডেমিক নিউমোনিয়া হইয়াছিল। নিবারণ প্ৰণালী-রোগীর রক্ত কার্বলিক লোশন পূর্ণ পাত্রে নিক্ষেপ করা উচিত এবং গৃহ, বস্ত্ৰ, ড়ে,ণ প্রভৃতি ডিস্ ইনফেক্ট করা উচিত। গৃহে কোন আবর্জনা রাখা উচিত নয় । ৪ । সেপটিসিমিয়া সংক্রান্ত (Septicaemic)। (>) gfgfFiCojziții (erysipelas) একসাইটিং কজলা-এক প্রকার ষ্ট্রেপটাে-ককাস (stzezzo-coccas ezyszedatoszs) এই রোগের কারণ বলিয়া নিৰ্দ্ধারিত হইয়াছে। রোগীর চৰ্ম্মে, এরিস্েিপলাস বুলীর (bulae) রসে, এবং চৰ্ম্মস্থ লিস্ফেটিক প্রবাহে, এই ককাস পাওয়া যায় ; কিন্তু রক্তে পাওয়া যায় না। কেহ কেহ বলেন এরিসিপেলাস সৰ্ব্বদাই আঘাতমূলক বা টামেটিক, এবং ইহার মাইক্রোব লক্ষিত বা অলক্ষিত ক্ষত স্থান দিয়া দেহে প্ৰবেশ করে ; কেহ কেহ বলেন, এই মাইক্রোব শ্বাসনালী দিয়াও প্রবেশ করে এবং ইডিওপ্যাথিক এরিসিপেলাস 3 Lf3 i Gjesi sątgi TigetfağVS affiCoizītÇ73 (inoculated erysipelas) ইনকুবেশন পিরিয়ড ১৫ হইতে ৬০ ঘণ্টা । নিবারণ প্ৰণালী-গৃহ, বস্ত্ৰ, ড়ে,ণ প্রভৃতি সম্পূর্ণরূপে ডিস ইনফেক্ট