পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ম্যালেরিয়া নিবারণ । > Գ Գ রিয়া জ্বর উৎপাদনা করিত। ইতালী প্রভৃতি স্থানে পুষ্করিণীতে নিমগ্ন পাট শুষ্ক করিবার সময় পালা জ্বরের প্রাদুর্ভাব লক্ষিত হইয়াছে। এ দেশে পচা নীল গাছ যেখানে স্তুপীকৃত হইত তথায় পালাজ্বরের প্রাদুর্ভাব হইত। ডাক্তার কিং বলেন, আমাদের দেশে ম্যালেরিয়া ম্যালেরিয়াজনক ভূমি হইতে ৭০০-১০০০ ফুট উদ্ধে ও ১ – ২ মাইল দূরে সঞ্চালিত হয়। কেহ। কেহ বলেন ইহার আরও অধিক দূরে চলিবার শক্তি আছে। জল রাশি দ্বারা ইহার গতিরোধ হয়, বিশেষতঃ লোনা জল দ্বারা । ঘন বৃক্ষশ্রেণীও (belt of trees) & 8ts if scist: 3 fic's sitcs নিবারণ প্ৰণালী-(১) জল ফুটাইয়া, ফিলটার করিয়া, ফটকিরি মিশ্রিত করিয়া কিম্বা চা ও কাফির সহিত সিদ্ধ করিয়া পান করিবে। (২) ম্যালেরিয়াজনক ভূমি, কিম্বা যে সমুদয় খাল, বিল ও নদী গ্রীষ্মকালে শুষ্ক হইয়া যায়, তাহা হইতে দূরে বাস করিবে । (৩) সম্ভবপর হইলে ম্যালেরিয়াজনক ভূমি হইতে ৫০০ ফুট উচ্চ স্থানে বাসগৃহ নিৰ্ম্মাণ করিবে। এই কাৰ্য্য অসাধ্য হইলে, খিলানের উপর কিম্বা স্তম্ভের উপর ১০ ফুট উচ্চ ভিত্তি প্ৰস্তুত করিতে হইবে । দ্বিতল গৃহের উচ্চতলে বাস করিবে । মেজে সিমেণ্টাকৃত কিম্বা পিটিয়া শক্ত করা উচিত । (৪) যে দিক হইতে ম্যালেরিয়াজনক ভূমির বায়ু আইসে, সেই দিকে উচ্চ বৃক্ষশ্রেণী রোপণ কিম্বা প্রাচীর নিৰ্ম্মাণ করা উচিত। (৫) মৃত্তিকা ক্ষুদ্র ক্ষুদ্র তৃণে আবৃত রাখিবে । (৬) জল নিকাশের রীতিমত ব্যবস্থা করিবে । বাসভূমির সমুদয় জল যাহাতে সাধারণ ড়েণে গিয়া পড়ে। এরূপ ব্যবস্থা থাকা আবশ্যক। সাধারণ ড়ে,ণ সম্বন্ধে লোকেল বোডকে উদ্যোগী হইতে হইবে । লোকেল বোডর্স কর্তৃক গ্ৰাম্যপথ প্ৰস্তুত হইবার সময় দুই ধারে গর্ত খনন করা হয় ; বর্ষাকালে সেই সমুদয় গৰ্ত্ত ক্ষুদ্র ক্ষুদ্র ডোবায় পরিণত হয়। এইরূপ ডোবা খনন না করিয়া রীতিমত জল নিকাশী ড়ে,ণ খনন করিলে ভূমির উন্নতিসাধন ও রাজবাত্ম নিৰ্ম্মাণ এই উভয় কাৰ্য্যই সুসম্পন্ন হয় । (৭) ক্ষুদ্র ক্ষুদ্র ডোবা বুজাইয়া বৃহৎ পুষ্করিণী ঝালান উচিত, কিম্বা বিশুদ্ধ ভূমিতে কূপ খনন করা উচিত ।