পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> Գե: সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান ৷ (৮) পচা উদ্ভিদ দূরীভূত করিবে । (৯) প্রত্যুষ, সন্ধ্যা ও রাত্রিকালের বায়ু সেবন করিবে না। (১০) অভুক্ত অবস্থায় কিম্বা অন্ততঃ চা বা কফি পান না করিয়া ম্যালেরিয়া জনক স্থানে ভ্ৰমণ করিবে না । (১১) মশারি না খাটাইয়া শয়ন করিবে না । (১২) নিয়মিতরূপ আহার ও পরিচ্ছদ পরিধান করিবে । (১৩) দুই বোলা অল্প ( ৫ গ্ৰেণ মাত্রায় ) কুইনাইন সেবন করিবে । ডাক্তার ডঙ্কান মেডিকেল কংগ্ৰেসে বলিয়াছেন ৪ গ্ৰেণ মাত্রায় কুইনাইন সেবন করাইয়া তিনি অনেক সৈন্যকে ম্যালেরিয়ার আক্রমণ হইতে রক্ষা করিয়াছেন । (১৪) স্থানে স্থানে অগ্নি প্রজালিত করিয়া বায়ু শোধিত করিবে । ৭ । অন্ত্র সংক্রান্ত । (R) छेश्किाशख्। frves (typhoid fever) প্রিডিস্পোজিং কাজ-৩০ বৎসরের উদ্ধ বয়স্ক ব্যক্তি অপেক্ষ ৩০ বৎসরের নিম্ন বয়স্ক ব্যক্তির এই রোগ হইবার সম্ভাবনা চতুগুণের অধিক । দুষিত জল পান, বিকৃত খাদ্য আহার প্রভৃতি উদরাময়জনক কারণে এই রোগে আক্ৰান্ত হইবার সম্ভাবনা থাকে। একবার আক্রান্ত হইলে পুনরা ক্রমণের সম্ভাবনা থাকে না । একসাইটিং কজলা-এবাৰ্থস Kifisiit (Eberth's bacillus) এই রোগের কারণ বলিয়া এক প্রকার নিদ্ধারিত হইয়াছে। এই ব্যাসিলাস স্পীনে ও মেসেণ্টারিক গ্রাণ্ডে এবং দুষিত জলে পাওয়া যায়। কখনও কখনও এই ব্যাসিলাস জলের ফিলটারের অভ্যন্তরে পাওয়া গিয়াছে। ইহার স্পোর আছে । ইহারা অনেক কাল পৰ্য্যন্ত জীবিত থাকে এবং ১১৪'-F তাপেও বিনষ্ট হয় না । বিস্তৃতি প্ৰণালী-টাইফয়েড রোগীর মূলস্থিত অসংখ্য ব্যাপিলাস