পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* "স বিলাঙ্গ পাঁচালি। গ্রীরাধার কাছে যোগী দাণ্ডায়ে দ্বারে। কাল অতীতেয়ে হবে সন্ধ্য, কার বাড়িয:ব বৃন্দে সন্ধ্যাকালে কেবাভিক্ষে দিবে এ আতিথেরে । ছড়া। চিনেছিহে চিন্তাময়, দিতে হবেম পরি চয়, অঙ্গময় ভস্ম ভূষী মথে । যে ৰূপে ভুলে ভূবন, সে ৰূপ করেছ গোপন, হুতাশন কি ভয়ে চাপ৷ থাকে । ভানু মেঘে আচ্ছাদন, থাকে বল কতক্ষণঃ কুঞ্জরের দশন ঢাকা যায় কেমনে । জল বিম্ব জল রেথা, কতক্ষণ যায় রাথ, চন্দনের সৌরভ কি ঢাকা থাকে বনে ৷ কৃন্দাবনে করেছ বাসা, রাধা ভীর্থে করে জাশী, রাধার কুঞ্জে হয়েছে আম, কিসে পূর্ণ হবে আশা, আশার আশা আগে করেঙ্গ ভঙ্গ । এথন যোগীর বেশে হৃষিকেশ, রাধার নিকুঞ্জ দেশ, আসি দাণ্ডায়ে আছে হে ত্রিভঙ্গ ৷ ব্ৰহ্মাণ্ড যাহার ভোক্ষে, তার কি সাজে মুষ্টি ভিক্ষে, এই দুঃথে দুঃখে অঙ্গদয় । ব্যাম্বে করে ফড়িশ গ্রাস ছাতির মুখে দূৰ্বঘাস, উপহাস শুনে লজ্জ হয়। ষোলশত ঘার নারী, তার কি সাজে ব্রহ্মচারী, জটাধারী ভিক্ষের বুলি কক্ষে। রমণীর মনোহরা, গোপগৃহে ননি। চোর; চোরের যোগী বেশ কি দেখা ষায় চক্ষে । শুনেছি রাধার ঠাই, যোগীকে বিশ্বাস নাই, তাই দেখিলাম চক্ষে । যোগীর বেশে রাবণ, সীতে করে ছিল হরণ, উচিত দণ্ড ভণ্ড যোগীর পক্ষে tl शतःि ८षाश्रीं श्म चिद; ङिनि श्ानि *नि ङीव, (मश्, শিব তব শুরু হন। যেমন গুরু তেমি (চল,যোগীর