পাতা:হাফেজ.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ४२७ T সমগ্র হিন্দুস্থানের শুকপক্ষী শর্করাভোজী হইবে, এই পারস্ত শর্করার ভাগ যে বঙ্গদেশে চলিতেছে। কবিতার গতিতে কাল ও স্থান অতিক্রম করার ব্যাপার দেখ, যেহেতু এই এক রাত্রির শিশু এক বৎসরের পথ চলিতেছে । রাজোদ্যান হইক্তে বসন্ত সমীরণ প্রবাহিত হইতেছে, শিশির বিন্দুযোগে লালাকুকুমের পাত্রে সুরাস্রোত চলিতেছে। সেই তাপস জনমুগ্ধকারী কুহকময় নেত্রকে দেখ, তাহার পশ্চাতে ঐন্দ্রজালিক বণিক্‌ দল চলিতেছে। তিনি ঘৰ্ম্মাক্তকলেবর হইয়া যাইতেছেন, তাহার বদন দশলে শ্বেতী কুমুমের মুখমণ্ডলে লজ্জাবশতঃ শিশিরবিন্দুযোগে নিদাঘবিন্দু চলিতেছে। সংসারের বিলাসবিত্রম হইতে নিঃশঙ্ক হইও না, যেহেতু এই বৃদ্ধ চক্রান্তকাৰী হইয়া চলিতেছে । তুমি উদ্যানে গমন করিও, বোল বোলের নিকটে প্রেমের প্রণালী শিক্ষা করিতে পাইবে, সভাতে আসিও, হাফেজের নিকটে বচনবিদ্যাস শিক্ষা লাভ করিবে । ১২১ ৷ سd ,ی. ہم حساسيين مجموي আমার উদ্যানতরু কেন উদ্যানের প্রতি অনুরাগ প্রকাশ করিতেছেন না, পুষ্পের সঙ্গে নিত্য সহবাস করিতেছেন না, শ্বের্তীকুসুমকে স্মরণ করিতেছেন না । o ঘদবধি তাহার কুঞ্চিত কুন্তলে আমি গিয়াছি ও অর্থাভাষী -* জ্ঞ এক রাত্রির শিশু এক বৎসরের পথ চলিতেছে, অর্থাৎ রাত্রিকালে চিন্তা করিয়া উৎকৃষ্ট কবিতা রচিত হয়, এবং সেই কবিতা প্রাচীন কবিদিগের কবিতার সঙ্গে সম্বন্ধ রাখে ।