পাতা:হাফেজ.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ১২শ ] মন গিয়াছে, তদবধি আপনাদের সেই দূরতর বিদেশাত্রা হইতে জন্মভূমি সে স্মরণ করিতেছে না । তোমার কালু করূপী ভ্রর নিকটে এইরূপ আবদার করিতেছি, কিন্তু সে প্রান্তনিবাসী হইয়া আছে, তাহাতে আমার প্রতি কর্ণপাত করিতেছে না । যখন সমীরণভরে বনোফশার কুন্তল স্থানে স্থানে ভাঙ্গিয়া পড়ে, হায় । তখন আমার মন সেই অঙ্গীকারভঙ্গকারীকে কি স্মরণ করিতেছে না ? তোমার এইরূপ সুগন্ধি বসনাঞ্চলসত্ত্বে বসন্তানিল সম্বন্ধে আমি আশ্চৰ্য্যান্বিত যে, তোমার পদচারগাযোগে সে মৃত্তিকাকে থোতন দেশীয় কস্তরিকাতে পরিণত করিতেছে না । আমার রজতাঙ্গ পানপাত্রদাতা খদি সমুদায় বিষ দান করেন, এমন কে আছে যে, পানপাত্রের ষ্টায় সৰ্ব্বাঙ্গ মুখগহবর করিতেছে না। তাহার সঙ্গে সম্মিলনের আশায় মন প্রাণের সঙ্গী হইতেছে না, প্রাণ র্তাহার পল্লীবাসী হইবার আকাঙ্ক্ষায় দেহের সেবা করিতেছে না। কল্য র্তাহার কুন্তলের নিন্দ করিয়াছিয়াম, তিনি আক্ষেপ করিয়া বলিয়াছিলেন যে, এই কুটিল কৃষ্ণাঙ্গ আমার কথা শ্রবণ করিতেছে না । • হস্ত অপসারিত কর, আমার বদনপ্লাবিত অশ্রুবারির উপর অন্ধ্র্যাচার করিও না, আমার অশ্রুর সাহায্য ভিন্ন আকাশের বৃষ্টি বিন্দু স্বৰ্গীয় মুক্ত উৎপাদন করিতেছে না। বসন্তসমীরণ সমাগত হইয়াছে, তোমার পবিত্র বসনাঞ্চল কি জন্য বনোফশাক্ষেত্রকে খোতন দেশীয় মৃগনাক্তি করিতেছে না । -