পাতা:হাফেজ.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ oso ] এই ৰে তিনি এক গণ্ডুষ স্বর হস্তচু্যত করিতে পারিয়াছেন, অভিলষিত প্রেমাম্পদ ভtহার অঙ্কদেশে আরূঢ় হউক • । cनहे गइर्ष भेंश आरब्राशै ८क इन ? वर्ग बढी उँiशब्र তমুছদের বন্ধনে বদ্ধ ও বিজয় পতাকা তাহার স্কন্ধে স্থাপিত হউক । . er তাহার সৎপুরুষের ন্যায় বদান্ত প্ৰমত্ত চক্ষু যদি পানপাত্রে প্রেমিকের শোণিত পান করে তাহার পান করা হউক । আমার মেত্র তাহার তিলাঙ্ক ও শ্মশ্ররেখার দর্পণবাহী হইস্বাছে, আমার অধর তাহার স্বমধুর চুম্বনকাল্পীদিগের অন্তর্গত झडेक । যদিচ তিনি অহঙ্কারবশত: মাদৃশ দীন হীনের সঙ্গে কথা কহেন নাই, তথাপি তাছার নিঃশব্দ সুমিষ্ট বদনের জন্ত প্রাণ উৎসর্গীকৃত হউক । আমার গুরু বলিয়াছেন যে, শিল্পলেখনীতে ক্রটি হয় নাই, তাহার অপরাধ মার্জনাকারী পবিত্র দৃষ্টির প্রশংসা হউক + । হাফেজ, সংসারে তোমার দাসত্বে বিখ্যাত হইয়াছে, তোমার কুঞ্চিত কুন্তলের দাসত্ব কুণ্ডল তাহার কর্ণে অপিত হউক । ১৩২ ৷

  • এস্থলে এক গণ্ডুষ মুর ত্যাগ, কিঞ্চিৎ সংসারাসক্তিত্যাগ,

+ শিল্পলেখনী অর্থাৎ ঈশ্বরের স্বজনী শক্তি, অর্থাৎ তিনি যাহা লিখিয়াছেন বা স্বজন করিয়াছেন বিজ্ঞান ও মঙ্গলভাধের অনুসারে হইয়াছে, কিছুই ক্রটি হয় নাই। তাছার শুভদৃষ্টির প্রশংসা হউক । অর্থাৎ তোমার কুস্তলের দাস হউক ।