পাতা:হাফেজ.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t সহৃদয়গণ, আমার হৃদয় হস্তচু্যত হইয়াছে, দুঃখ এই যে, গুপ্ত তত্ত্ব প্রকাশিত হইয়া পড়িবে। আমি ভগ্নতরণীতে উপবিষ্ট, হে অনুকূল পবন, প্রবাহিত হও, সম্ভবত; প্ৰিয়বন্ধুকে দর্শন করিব । কালচক্রের অচিব প্রণয় কুহক ও উপন্যাসের দ্যায়, সখে, বন্ধুদিগের প্রতি শুভাচরণ করাকে এই সময় অবকাশ বলিয়া গণ্য কর । হে সন্মানত পুরুষ, তাপূর্ণ অভিবাদন তোমার প্রতি হউক, কোন এক দিন তুমি এই নিঃসস্থল ভিক্ষুককে কিঞ্চিৎ অনুগ্রহ করি ৪ । এই দুইটী কথায় ঐহিক পাবত্রিক সুখের ব্যাপা হয়, বন্ধুর সঙ্গে কোমল ব্যবহ'র আর শক্রর সঙ্গে সন্ধি । বিধাতা সুখ্যাতির পথে আমাকে চলিতে দেন নাই, ভ্রাতঃ, যদি তোমার সন্তোষ ন হয় তবে তুমি বিধি খ গুম কর। মস্তক উত্তোলন করি ও না, তাহা করিলে আত্মগ্রানি তোমাকে মধুখদীপশলাকার দ্যায় দগ্ধ করি৭ে, যিনি চিত্তহারী তাহার হস্তে কোমল মুখ ও কঠিন প্রস্তর দুই আছে । . সঙ্কটের সময় আমোদে ও মত্ততায় প্রবৃত্ত হও, যেহেতু এই মত্ততারূপ স্পর্শমণি পথের ভিক্ষুককে মহাধনী করে। হাফেজ এই সুরার সলিঙ্ক বৈরাগ্যতন্ত্র &দ স্বেচ্ছায় পরিধান করে নাই, হে স্থপণ্ডিত পুণ্যায়, আমাকে ক্ষম কর। ৩। ー(:e:)ー স্বরাদাতা, সুরার জ্যোতিতে আমার পাত্রকে সমুজ্জল কর, গায়ক, গান কর, সংসারের কাজ আমার সম্বন্ধে পূর্ণ হুইয়াছে।