পাতা:হাফেজ.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] ওহে তুমি আমার নিত্য মুরার রসাস্বাদনে বিমুখ, জানি ও আমি পানপাত্রে সখীর মুখের প্রতিবিম্ব দেখিতে পাইয়াছি। যাহার মন প্রেমেতে জীবিত তাহার কখনও মৃত্যু নাই, জগতের কার্যালয়ে আমার অমরত্ব অঙ্কিত হইয়াছে। হে সমীরণ, যখন তুমি সখার উদ্যানে উপনীত হইবে তখন সখাকে আমার সংবাদ উপহার দি ৪ । বলিও আমার নাম কেন বিস্মৃত হইতে চেষ্টা করিতেছ, সেই সময় স্বয়ং আসিতেছে যে, আমার নাম আর স্মরণ করিবে না । হাফেজ, অশ্রুবিন্দুরূপ শস্তকণা বর্ষণ কর, সম্ভবতঃ সন্মিলনপক্ষী তোমার জালকে লক্ষ্য করিবে । ৪ । -- 3 & 3 — কোথায় আমি অস্থিরমতি আর কোথায় কার্য্যের শৃস্থল ? দেখ কোপ হইতে কোথা পৰ্য্যন্ত পথের দৃরত ? প্রমত্ত প্রেমিকের সঙ্গে ধৈৰ্য্য ও শৃঙ্খলার কি সম্বন্ধ ? কোথায় রবীব যন্ত্রের সঙ্গীত, কোথায় উপদেশের গান ? ভজনকুটার ও প্রবঞ্চনার বৈরাগীতসুচ্ছদের প্রতি আমার মন বিরক্ত, অগ্নিপূজকদিগের দেবালয় কোথায় ও সুর। কোথায় ? সখার মুখমণ্ডল হইতে শত্রু কি লাভ করিবে ? কোথায় নিজীব দীপ আর কোথায় আলোকময় সূর্যা । যখন তোমার দ্বারের ধূলি আমার নয়নের অঞ্জন, তখুন বল আমি এই দ্বার ছাড়িয়! কোথায় যাই ? সখে, হাফেজের সম্বন্ধে বিশ্রাম ও নিদ্রা প্রত্যাশা করি ও নী, ৰিশ্ৰাম কি, ধৈর্য্য কাহাকে বলে, নিদ্রা কোথায় ? ৫।