পাতা:হাফেজ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I t ) গত নিশায় আমার গুরু ভজনালয় হইতে সুরালয়ে গমন করিয়াছেন, হে বিধিবাদী বন্ধুগণ, অতঃপর আমার সম্বন্ধে কি ব্যবস্থা হইবে ? আমিও অগ্নিপূজকদিগের মন্দিরের অধিবাসী হইব, নিশ্চয়ই আমার ভাগ্যে এরূপ আছে । আমরা শিষ্যবৰ্গ কাবামন্দিরের অভিমুখে কেমন করিয়া মুখ ফিরাইব ? আমাদের গুরু যে সুরাবিপণীর দিকে উন্মুখ झद्देम्नtिछ्न । - তোমার সুন্দর মুখমণ্ডল কৃপা করিয়! আমার নিকটে এক অলৌকিক লক্ষণ ব্যক্ত করিয়াছে, তজ্জন্ত সৌন্দর্য্য ও কোমলতা ভিন্ন আমার অন্ত কিছু বর্ণনা করিতে হয় না। স্থিরতারূপ শিকার মনোবিহঙ্গমের জালে বদ্ধ হইয়াছিল, তুমি অলক উন্মুক্ত করিলে আবার সেই শিকার হস্তচু্যত হইল । আমার হায় ! হায়! ধ্বনিরূপ বাণ হে প্রাণপ্রিয় সখে, স্বগে উৎক্ষিপ্ত হইবে, নিজের প্রাণের প্রতি দয়া করিও, আমার বাণ হইতে সাধবান হইও । ছে বিধিবাদী বন্ধে, যখন আমার গুরু অগ্নিপূজকদিগের মন্দিরে গিয়াছেন তখন হাফেজের ন্যায় আমি সুরালয়ের দ্বারে স্থিতি করিব । ৬। e - ہم ; سے ঋরি, এস, পাত্র পরিষ্কৃত ও স্বচ্ছ আছে, আরক্তিম সুরার নির্ণলতা দেখিতে পাইবে। অধ্যাত্মিক তত্ত্ব প্ৰমত্ত প্রেমিকদিগের নিকটে জিজ্ঞাপ কয়, উচ্চপদস্থ ঋষিরও এই অৱস্থা নয় ।