পাতা:হাফেজ.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२४० ] যে পর্যন্ত লক্ষ কণ্টক ভূমি হইতে সমুদগত না হয়, কুসুম তরু হইতে একটি কুসুম ও কুসুমোদ্যানে পহুছিতছে না • । শোক বিলাপে ইয়কুবের উভয় নেত্ৰ শুভ্র হইয়াছে, মেসর হইতে কেনানে সংবাদ পহুছিতেছে না + । কোন অস্থি খণ্ড হইতে সে পৰ্য্যন্ত মাংস উন্মোচন করিতে পারিতেছি না, যে পর্য্যন্ত লক্ষ আঘাত ক্ষমা পহুছিতেছে না । মূঢ়লোক বৈভবাড়ম্বরে সপ্তম স্বর্গে পহুছিয়াছে, জ্ঞানবানের খেদোক্তি ভিন্ন সপ্তস্বর্গে পহুছিতেছে না । হে সোফি, তুমি সুর দ্বারা মনের কালিমা প্রক্ষালন কর, এই বৈরাগ্যবস্ত্র খের্ক ধৌত প্রক্ষালনে ক্ষমা পছিতেছে না । হাফেজ, সহিষ্ণু হও, যেহেতু প্রেমের পথে যে ব্যক্তি প্রাণ দান করে না, সে প্রাণসখাতে পহুছিতেছে না । সেই অতিভাষী আমার প্রেমের মত্ত তার প্রতি দোষারোপ করে, সে অধ্যাত্মিক বিদ্যার গৃঢ়তত্ত্বে দোষারোপ করে। প্রেম ও সত্যের পূর্ণতা এবং অপরাধের হীনতা দেখ, যে ব্যক্তি নি গুণ হয় সে দোষের প্রতি দৃষ্টিপাত করে।

  • গোলাপ ‘কুসুম বিকশিত হইবার পূৰ্ব্বে লক্ষ কণ্টক উদগত হয় এইরূপ বহু সাধনার কষ্ট বৈরাগ্য স্বীকার করিলে অন্তরে স্বৰ্গীয় জ্যোতিঃ প্রকাশ পায় ।

+ ইয়াকুব কেনান দেশস্ত একজন ধাৰ্ম্মিক পুরুষ ছিলেন, তাহার জ্যেষ্ঠ পুত্ৰগণ শক্রতা করিয়া তাহার প্রিয়তম কনিষ্ঠ পুত্ৰ ইয়ুসোফকে গোপনে এক বণিকের হস্তে বিক্রর করে । সেই বনিক্‌ আবার তাহাকে মেসর দেশে লইয়া গিয়ু বিক্রয় করে। ইয়ুসোফ মেসবেই স্থিতি করেন। ইয়াকুব তাহার বিরহে অত্য স্তু শোকাকুল হন । -