পাতা:হাফেজ.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] এই হৃদয় যদবধি তোমার প্রেমের হস্তে বন্ধ হইয়াছে, তদবধি আমি সুখশাস্তির আশা পরিত্যাগ করিয়াছি । তোমার দ্বারে আমার বহু সেবার কার্য্য আছে, প্রভো, দক্ষ। করিয়া দাসের প্রতি পুনর্বার দৃষ্টিপাত কর । আমোদের সভাতে দুই এক পাত্র গ্রহণ কর ও চলিয়া যts, অর্থাৎ নিত্য সম্মিলনের আশা স্থাপন করি ও না। হাফেজ পানপাত্রের শিষ্য, হে বসন্তসমীরণ, গমন কর, এবং পাত্র স্বামীকে দাসের নমস্কার জ্ঞাপন কর । ৭ । - —}* (– যদি তুমি সংসারপরিধির মধ্যে ঘুর্ণমান হইতে থাক তবে নিগুঢ় তত্ত্বের একটা কথা ও জানিতে পরিবে না । স’সার পরিধি হইতে বাহির হও, এবং এখানে অন্ন অন্বেষণ করিও না, যেহেতু এই দুহৃদয় সংসার অতিথিকে সংহার করে । যদি সুরাবণিক অগ্নিপূজকের সস্তান এরূপ সৌন্দর্ষ্য প্রকাশ করে তবে আমি নেত্ররোমকে সুরালয়েল দ্বারের সম্মার্জনী করিব । - পরিণামে যাহার,শয়নাগার মুষ্টিদ্বয় পরিমিত মৃত্তিক বৈ নহে, বুল আকাশমার্গে প্রাসাদ উত্তোলন করিতে তাহার কি প্রয়োজন ? স্বাধীনতারাজা বৈরাগ্যসম্পদ এমন এক রাজ্য সম্পদ যে, তাহী রাজার করবালের সাহায্যে লাভ হয় না । পুনৰ্ব্বার উদ্যানে যৌবন কালের শোভা উপস্থিত, কুসুমাগমের সুসংবাদ মুকণ্ঠ বোল বোল বিহঙ্গের নিকটে পহুছিতেছে। ৰসন্তসমীরণ, তুমি প্রমদবনের যুবকদিগের নিকটে গমন