পাতা:হাফেজ.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ૧૭ ] কুটীরবাসী (বাহ্য বৈরাগী ) লোকেরা যেন মুদ্রা সকলের পরীক্ষা করে, তাহা হইলে তাহারা সকলে ছল বা চাতুরী হইতে অবসর গ্রহণ করিবে । আমার পরামর্শ এই যে, বন্ধুগণ যেন সকল কাজ ছাড়িয়া দেন, একজন সখার কুটীল কুন্তল আশ্রয় করেন । সহযোগিগণ পানপত্ৰিদাতার কুন্তল ভাল আশ্রয় করিয়াছেন, জগৎ তাহাদিগকে পরিত্যাগ করিলে ও তাহার স্থির থাকিবেন । ঙ্কে পরমেশ্বর, এই সুকুমার ( চক্ষু ) হত্যা ব্যাপারে কি পরাক্রান্ত, অনুক্ষণ নেত্ররোমরূপ বাণের আঘাতে এক একটা শিকার করিতেছে । সরস কবিতায় ও বংশীধ্বনিতে নৃত্য করা সুখের বিষয় । সেই বিশেষ নৃত্য যাহাঁতে কোন প্রেমাস্পদের হস্তাবলম্বন হয়। সুন্দর পুরুষদিগের নিকটে সহিষ্ণুতার বাহুবল প্রকাশ করিও না, এই সকল লোকের এক এক জন অশ্বারোহী এক একটা দুর্গ অধিকার করে। কাকের লজ্জা নাই বলিয়া পুষ্পের উপর পদস্থাপন করে, বোলবোল পক্ষীর উচিত যে কণ্টকের আঁচল ধারণ করে । দর্শকগণ তোমার পথের ধূলিকে নয়নের অঞ্জন করিবার জন্য কথুন তুমি যাইবে বলিয়া পথের দিকে দৃষ্টি করিয়া বহুকাল প্রতীক্ষা করিতেছে। হাফেজ দুঃখীর প্রতি জগতের ধনী লোকদিগের সহানুভূতি নাই, হঁহাদের মধ্য হইতে এক প্রান্তে স্থিতি করিতে পাংিলে ভাল হয় । ১৬৬ ৷ —:(*):—