পাতা:হাফেজ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ . »१७ ] সেই প্রসন্ন ও প্রমত্ত সহযোগী কোথায় ? যাহার বদান্ততার নিকটে দগ্ধহৃদয় প্রেমিক অভিলাষ ব্যক্ত করিতে পারে। ভাবযোগ এই সকল ক্রীড়া ( কবিতা রচনা ), অম্বুরাগের সহিত করিতেছি, সম্ভবতঃ কোন দর্শক কৌতুহল করিতে আসিবে । যদিচ প্রেমের পথ ধমৃদ্ধরদিগের সঙ্কেতভূমি, তথাপি যে ব্যক্তি বুঝিরা চলে সে শত্রু জয় করিয়া থাকে। অলৌকিক ক্রিয়ার সঙ্গে ইন্দ্রজাল প্রতিযোগীতা করে না, তুমি চিত্তকে প্রসন্ন রাখ, সামরীর কি ক্ষমতা যে শুভ্র হস্তকে পরাভূত করে * ? সুরার পাত্র আন্তরিক ৰিষদের পথাবরোধক, তাছা হস্তচু্যত করি ও মা ; অন্তথা বিষাদের স্রোত তোমাকে পদস্থলিত করিবে । হে উদ্যানপালক, আমি তোমাকে শিশিরসঞ্চারবিবয়ে অসতর্ক দেখিতেছি, সেই দিনের জন্ত আক্ষেপ যেদিন শিশিরবাত্যা তোমার সুন্দর কুসুমকে হরণ করিবে + । • প্রেরিত পুরুষ মুসার সঙ্গে সামরী নামক এক জন ঐন্দ্রজালিক পুরুষ ছিল। সে ঐন্দ্রজালিক বিদ্যাগুণে এক আশ্চর্য। গোবৎস নিৰ্ম্মাণ করিয়া মুসার অনুগামীবৰ্গকে তাহার, পূজায় প্রবর্তিত করে । মুসা ইহা জানিতে পারিয়া গোবৎস চুৰ্ণ করিয়া ফেলেন। করতলে শুভ্রজ্যোতি প্রকাশ করা মুসার অলৌকিক ক্রিয়ার মধ্যে একটী অলৌকিক ক্রিয়া ছিল। * + এস্থানে বাহদশী বিষয়ী লোককে উদ্যানপালক বলিয়া সম্বোধন করা হইয়াছে। শিশিরকালে পুষ্প সকল বিনষ্ট হয় । এস্থলে শিশিরকাল মৃত্যু, পুষ্প মানবদেহ।