পাতা:হাফেজ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १२ ] প্রাতঃসমীরণে যে সুগন্ধি সঞ্চারিত, তাহা তোমার পল্লীয় ধূলির সংস্পর্শবশতঃ হইয়াছে। যদবধি তোমার নেত্ররোমাবলী ভুবনবিজয়ী করবাল উত্তোলন করিয়াছে, তদবধি বহু সজীবমন। লোক নিহত হইয়া এক অন্যের উপর পড়িয়াছে । এই সুরা যে মুরালয়ের বণিক সংরক্ষণ করিয়াছে, তাহার স্বৰ্গীয় সৌরভে সে অজ্ঞান হুইয়া পড়িয়াছে । এই সংসারনিকেতনে বহু পরীক্ষা করিলাম সুরাপায়ীর সঙ্গে যে বাক্তি পড়িয়াছে সে পড়িয়াছে । প্রাণ দিলে ও কৃষ্ণ প্রস্তর লোহিত মণি হয় না, সে মূল প্রকুতির সম্বন্ধে কি করিবে ? সে নিকৃষ্ট ধাতু । 4 সখার মুখমণ্ডল, হাফেজের রোগের ঔষধ রক্ষা করে, দুঃখ যে পুরুষ কারের সময়ে তাহার কেমন কাপুকঘত হয় । ৭২ ৷ ο - \ ο مســي ( هاية دس. কল্য রজনীতে বসন্তসমীরণরূপ দূত সংবাদ আনয়ন করিয়াছে যে, শোক দুঃখের দিন খৰ্ব্ব হইয়! আসিয়াছে । যাহা প্ৰাতঃসমীরণ আনয়ন করিয়াছে প্রাতঃকালীন গথিকদিগকে আমি সেই সুসংবাদবশতঃ উৎকৃষ্ট বহন দান করিব । প্রেমবিষয়ে তোমার কুন্তলসৌরভ আমার পথে পথ প্রদর্শ কু গুরু খেজুরস্বরূপ হইয়াছে, আমার ভাগ্য আশ্চৰ্য্য সহচরকে আমার সহযাত্রী করিয়া দিয়াছেন । এস এস, ( সখে, ) স্বৰ্গাধ্যক্ষ পবিত্র স্বৰ্গকে এই ভূতলে মামার চিত্তরঞ্জনার্থ পাঠাইয়াছেন ।