পাতা:হাফেজ.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १« ] ধৈর্য্য ও বিজয় উভয়ে পুরাতন বন্ধু, ধৈৰ্য্যের পশ্চাতে বিজয় উপস্থিত হয় । এই সংসারাগারে হাফেজের চৈতন্তশূন্ত হওয়া আশ্চৰ্য্য নহে, যে ব্যক্তি হুরালয়ে গিয়াছে সেই অজ্ঞান হইয়াছে। ইতিপূৰ্ব্বে প্রেমিকের দুঃখে ইতোধিক তোমার সহানুভূতি ছিল, আমার প্রতি তোমার ভালবাসা জগদবিখ্যাত ছিল । সেই নিশা সকলে তোমার সঙ্গে সহবাস এবং প্রেমের নিগুঢ় কথা ও প্রেমিকমণ্ডলীর প্রসঙ্গ যাহা হইয়াছিল স্মরণ হউক। " সভাস্থ চন্দ্রাননদিগের সৌন্দৰ্য্য যদিচ ধৰ্ম্ম নষ্ট ও হৃদয় হরণ করে, কিন্তু চরিত্রের সৌন্দৰ্য্য ও প্রকৃতির কমনীয়তার প্রতি আমার আ তুরাগ । আদিকালের উষা হইতে অস্তকালের সন্ধ্যা পর্য্যন্ত আমার প্রণয় ও বন্ধুতা এক সঙ্কল্পে ও এক অবস্থায় স্থিত । প্রেমাস্পদের ছায়া মদি প্রেমিকের উপর পতিত হইয়াছে ক্ষতি কি আছে ? আমি কঁহার প্রার্থী ছিলাম, এবং তিনি ও আমার প্রতি অনুরাগী ছিলেন । জপমালার স্বত্র যদি ছিন্ন হইয়া থাকে আমাকে ক্ষমা করিবে, আমার হস্ত শুভ্ৰ কান্তি পান পাত্রদাতার স্কন্ধে স্থাপিত ছিল । রাজদ্বারে এক ভিক্ষুক একটি কথা আমাকে বলিয়াছিল, সে ‘বলিয়ছিল, “যে অন্নপাত্রেই ভোজনে বসিয়াছি, দেখিয়াছি ঈশ্বর সেই জীবিকার প্রদাতা ।” অদমের সময়ে ও স্বর্গোদানে হাফেজের কবিতা কুসুমের সম্পদ ও শোভা ছিল । ৭৫ ৷ -(६ 8 مـسـ