৯১২ নেয়ের আগমন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। তোমার যৌবন দেখি কেবা মনে হৈয়া সুখী পথে করে এ সব জঞ্জাল। মথুরায় বেচি কিনি পথে ঠেক্ নাঞি জানি মোরা আসি যাই এত কাল॥ সভে বলে ওগো বুড়ী উপায় বল পাএ পড়ি কেমনে হইব মোরা পার। তুমি না করিহ রোষ সকলি আমার দোষ তোমা বিনে কে আছে আমার॥ বুড়ী বলে দেখ চায়া অবশ্য থাকিব নায়্যা দুরে আমি দেখিতে না পাই। শুনি বড়াইর কথা গোপীগণ হরষিত ভাল ভাল বলিলা বড়াই ৷ নৌকা-খণ্ড। গোপীগণ দূরে চায় তরী দেখিবারে পায় নায়্যা বলি ডাকে ঘনে ঘন। কেহ দেই করসান মনে হরষিত কান তরী লইয়া আইলা তখন॥ কথো দূরে রাখি তরী গোপীর বদন হেরি বলিতে লাগিলা কর্ণধার। ডাকিলে কিসের তরে কেনে নাহি বল মোরে কোথা ঘর কি নাম তোমার॥ গোপী বলে শুন নায়্যা আমরা গোপের মায়্যা ঘর মোর গোকুল-নগরে। গিয়াছিলাঙ মধুপুরী দধি বেচা কেনা করি পুনরপি সভে যাই ঘরে॥ আপনার দান (১) লেহ সভা পার করি দেহ বিলম্ব না করহ কর্ণধার। শুনিঞা গোপীর বাণী হাসিলা রসিক-মণি বলিতে লাগিলা পুনর্ব্বার॥ (১) পারিশ্রমিক।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০৪২
অবয়ব