NV . . বঙ্গ-সাহিত্য-পরিচয়। হাড়ির ছলনা ও তুড় তুড় করিয়া হাড়ি হুঙ্কার ছাড়িল। পরীক্ষণ। শূন্তাকারত হাড়ি সিদ্ধা জঙ্গল সিজাইল॥ (১) ছোট জঙ্গল ছাড়িয়া বড় জঙ্গলে পাও ৷ আউ টাউ শুকাইল মুখে না আইসে আও ()। শৃষ্ঠাকারত ছাড়ি গেল শূন্তত চলিয়া। - দেশনো হস্তত যায় রাজা জঙ্গল ঠেলিয়া॥ - ইন্নি (৩) কাটে বিল্লি (৪) কাটে রক্ত পড়ে ধাবে। হাটবার না পারে রাজা কপাল চড় মারে। আমার এই দুঃখ বৈলমু করে আগে। গুরুধন হইল নিদারুণ। আর কিছু দুঃখ দিল বালা (৫) বাড়ি দিয়া। • রাজার কান্দনত হাড়ির দয়া উবজিল। কেল কদম্বর (৬) গাছ ঘাটায় (৭) সিজ্জাইল॥ “ বৃক্ষতলত যায় রাজা সহরত গোবিন। আঁজুলত আঁজুলত (৮) চক্ষত আইল নিন (৯)। জল ভাঙ্গিয়া বালা ভাঙ্গিয় বড় পেলু দুঃখ। বাওঁ উরু মৃত্তিকায় দেও ক্ষণেক মারি সুখ॥ বাওঁ উরু হাড়ি মৃত্তিকায় ফেলি দিল। শিতান দিয়া রাজা নিদ্রায় পড়িল ৷ তুছু তুড় করিয়া হাড়ি হুঙ্কার ছাড়িল। এক শত যম ডাকিয়া আনিল॥ হাড়ি বলে যম বাক্য মোর ধর। সাত হাত ওসার মাল্লি (১০) এক বুক উচ্চ। ঐটে হইত বান্ধি নি যাও দারিয়াপুর সহর। এ কথা শুনিয়া যম না থাকিল রৈয়া। মাল্লি বাধিতে যম গেল চলিয়া॥ সাত হাত ওসার মাল্লি এক বুক উচ্চ। ঐটে হইতে বান্ধি নি যাইল দারিয়াপুর সহর। - (১) শূন্ত স্থানে হাড়ি জঙ্গলের স্বষ্টি করিল। (২) আও বা রাও = রব, শব্দ। (৩) এদিকে। (৪) ওদিকে। (৫) বালুকাময় স্থানের জঙ্গল। (৬) কেলি-কদম্বের। (৭) সন্মুখে। (৮) অঞ্জলি অঞ্জলি, অর্থাৎ পূর্ণ মাত্রায়। (৯) নিদ্রা। ) (১০) মাউল = বড় রকম থলিয়া। -
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৮৮
অবয়ব