পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৬২ বঙ্গ-সাহিত্য-পরিচয়। পড়িঞ গড়িঞা গিঞা রহে কথো দূরে। দেখে রাম কৃষ্ণ দুই বালক ভিতরে॥ সর্ব্বাঙ্গে গোখুর (১) রেণু পূরিছে দুহার। হেরিঞ অক্রর মনে করিল বিচার॥ কেবল পতিত হেতু জন্ম ক্ষিতিতলে। দণ্ডবৎ করে পড়ি হইয়া কুতুহলে। দেখিয়া অক্রর কৃষ্ণ তোলে কর ধরি। আলিঙ্গন দিতে দুহে বহে প্রেম-বারি। আনন্দ-সাগরেতে ছহে ডুবে সেই খানে। ಶ್ಗ বালক সকল দেখি চাহে ঘনে ঘনে। আনন্দ। এইরূপে রাম কৃষ্ণ অক্ররে লইঞ। গৃহেতে প্রবেশ করে অচ্যুত ভাবিঞ॥ কানাঞি বড় রঙ্গিঞা নাগর। মথুরা যাবেন মনে প্রফুল্ল বিস্তর॥ ধুয়া। তবেত গোধন সর্ব্ব তোলাইঞা ঘরেতে। বসিলা নন্দের কোলে হাসিতে হাসিতে ৷ দেখিল বিমনা মাতা পিতা দুই জনে। পুছিল কি বোল আজি দেখি হেন মনে॥ সঘন চিন্তিত আজি দেখি সর্ব্বলোকে। ইহার কারণ পিতা কহ একে একে ৷ শোকেতে আকুল নন্দ নাহি ফুরে বাণী। সঘন নিশ্বাস বহে আকুল পরাণী॥ বদন ধরিঞ কৃষ্ণ কহে পুনঃ পুনঃ। কহ কহ পিতা তুমি ইহার কারণ॥ কান্দিঞা কাঞি নন্দ কহেন কৃষ্ণেরে।, রাজ-আজ্ঞা লইঞা আজি আইল অক্ররে। তোমা দুহ যাইতে রাজা লিখিল যতনে। ধনুর্ম্ময় যজ্ঞ তথা করিল আরম্ভণে। হাট বাট নগর করিল পুরদ্বারে। সুবর্ণকলস স্থাপে দুয়ারে দুয়ারে। নন্দের কথা। (১) গরুর ক্ষুরের ধূলি।