বিষয়বস্তুতে চলুন

বাসন্তিকা

উইকিসংকলন থেকে
বাসন্তিকা


বাসন্তিকা

(গীতি-নাট্য)

শ্রীমণীন্দ্রনাথ সিংহ, বি, এস্‌-সি
প্রণীত।

রঙ্গমহলে অভিনীত
প্রথম অভিনয় রজনী—শনিবার, ১৬ই মাঘ, ১৩৩৮

 প্রকাশক—
 শ্রীনরেন্দ্র নাথ দে
১৩১।এ, বলরাম দে ষ্ট্রীট, কলিকাতা

চার আনা

 প্রিণ্টার—শ্রীপুলিনবিহারী দে

 “দি ফাইন প্রিণ্টি ওয়ার্কস্‌”

৩৪৭১ নং অপার চিৎপুর রোড, কলিকাতা

অগ্রজা—

শ্রীমতী নীহারবালা বসু

করকমলেষু।

দিদি

 ক’টি ঝরা ফুলে আমার এ মালা গাঁথা; জানি, এ মালা লোকচক্ষুর অন্তরালে থেকে শুকিয়ে যাবে, তবু হয় ত তোমার স্নেহধারায় সঞ্জীবিত হোয়ে এক লহমাও এর সৌরভ ব্যাপ্ত হোতে পারে তোমায় ঘিরে’—সেই ত আমার বিফল প্রয়াসের সফলতা—সেই দুরাশা বুকে কোরে রাখলাম এ মালা তোমার পায়ের তলে। ইতি—

দফরপুর, বহরকুলী
বর্দ্ধমান, ১৬ই মাঘ ১৩৩৮

স্নেহাধীন—
শ্রীমণীন্দ্র নাথ সিংহ

নাট্যোল্লিখিত পাত্র-পাত্রীগণ

ঋতুরাজ

দখিন্‌ হাওয়া

ঋতুদূত

শীতা

বাসন্তিকা

বকুল

বেলা

চামেলী


দু’টি কথা
‘বাসন্তিকা’—কাল্পনিক নাটিকা,

 বাস্তব জগতে এর পরিচয় মেলে না, সুতরাং সে দিক দিয়ে বিচার এর চলে না। নামের উৎপত্তি বা অর্থ হয়ত অভিধানে নাই, যেমন শীতা (শীতের রাণী)।

 মিনার্ভা ইন্‌ষ্টিটিউটের এক সাহিত্য-বৈঠকে, সমিতির সুযোগ্য সহ-সম্পাদক, আমার অকৃত্রিম বন্ধু শ্রীহরিদাস শীল এই গল্পাংশ একটি নাটিকায় ফুটিয়ে তোল্‌বার জন্য আমায় অনুরোধ করেন। তাঁরই অনুরোধে এই গ্রন্থ প্রণয়ণ, সুতরাং খ্যাতি যা’ তাঁরই প্রাপ্য আর অখ্যাপ্তি আমার অক্ষমতার পরিচয়। আমার অন্যতম সুহৎ শ্রীসুধীর কুমার চট্টোপাধ্যায় গ্রন্থ প্রণয়ণে বিশেষ সহায়তা কোরেছেন। আর নাটিকাকে সজীব মূর্ত্তিতে গড়ে তুলেছেন যে শিল্পী অক্লান্ত পরিশ্রমে, সেই সর্ব্বজন পরিচিত, সুগায়ক, রঙ্গমহলের নাট্যশাখা বিভাগের অধ্যক্ষ শ্রীরাধাচরণ ভট্টাচার্য্য মহাশয়ের কাছেও আমার ঋণ কম নয়। তাই কৃতজ্ঞচিতে এঁদের ঋণ স্মরণ কোরে আমার নাটিকাকে ছেড়ে দিলাম সবার মাঝে। ইতি—

গ্রন্থকার।
প্রথম অভিনয়—রজনীর পাত্র-পাত্রীগণ

অনুষ্ঠাতা—শ্রীকালিদাস গোস্বামী।
সুর-সংযোজক—শ্রীরাধাচরণ ভট্টাচার্য্য।
প্রয়োজক—শ্রীরাধাচরণ ভট্টাচার্য্য ও
 শ্রীহরিদাস শীল (এমেচার)।
নৃত্যশিক্ষক—শ্রীপাঁচকড়ি ঘোষ (ভেলুবাবু)
ঋতুরাজ—শ্রীনির্ম্মল বসু।
ঋতুদূত—শ্রীনলিনীকান্ত দত্ত।
দখিন্‌ হাওয়া—শ্রীপাঁচুগোপাল বন্দ্যোপাধ্যায়।
শীতা—শ্রীমতী ইন্দুবালা।
বাসন্তিকা—শ্রীমতী স্নেহলতা (কটি)।
বকুল—শ্রীমতী নন্দরাণী।
বেলা—শ্রীমতী দুৰ্গারাণী।
চামেলী—শ্রীমতী সরলাবালা।
অন্যান্য পুষ্পগণ—শ্রীমতী নীলিমা দেবী, প্রসাদী,
 মনোরমা, লক্ষ্মী ও পুতুল।
হায়নোনিয়াম-বাদক—শ্রীহরিদাস মুখোপাধ্যায়।
বংশীবাদক—শ্রীনেপাল চন্দ্র রায়।
পিকলুইষ্ট—শ্রীকানাইলাল বসাক।
সঙ্গতী—শ্রীমন্মথ কুমার ঘোষ।
রঙ্গভূমি-সজ্জাকর—শ্রীযজ্ঞেশ্বর সাহা।
স্মারক —শ্রীসরোজ কুমার বসু।

পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)

সূচীপত্র

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত বলে অনুমান করা হচ্ছে কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।

বিঃদ্রঃ এই লেখা/রচনা/বইয়ের লেখকের মৃত্যুসাল কোনও তথ্যসূত্র দ্বারা প্রতিষ্ঠিত নয়। ভবিষ্যতে কোনো তথ্যসূত্র দ্বারা লেখকের মৃত্যুসাল সংক্রান্ত তথ্য প্রকাশে এলে, এই লেখকের রচনার প্রকৃত কপিরাইট অবস্থা যাচাই করা সম্ভব হবে। নতুন তথ্য অনুসারে এই বইটির কপিরাইট অবস্থা ভবিষ্যতে বিচার করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।