রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/১৯

উইকিসংকলন থেকে

এই যে কোমল দূর্ব্বা যাহার
বুকের ঘেরা আঁচলটুক
সদ্য শীতল শয়ন মোদের—
সব্‌জিয়েছে নদীর মুখ—
আস্তে সখি পাশ ফিরে নাও—
কী জানি এর ব্যথার ফের্—
কোন্ রূপসীর পাৎলা ঠোঁটের
জিয়ান্-রসে জন্ম এর! ॥ ১৯ ॥

—— এই যে কোমল দূর্ব্বা যাহার বুকের ঘেরা আঁচলটুক
সদ্য শীতল শয়ন মোদের সবজিয়েছে নদীর মুখ—
আস্তে সখি পাশ ফিরে নাও—কী জানি এর ব্যথার ফের—
কোন্ রূপসীর পাৎলা ঠোঁটের জিয়ান্ রসে জন্ম এর!——