বিষয়বস্তুতে চলুন

রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৩৩

উইকিসংকলন থেকে

তিমির-পথের যাত্রী মোরা—
দীপ্ত আশার রশ্মি কই?
মর্ত্ত্যে হ’য়ে লক্ষ্যহারা—
স্বর্গ পানে তাকিয়ে রই।
কর্ণে পশে দৈববাণী—
কোথাও সে নেই আলোক-পথ,
অন্ধ-নিয়ত্ চালিয়ে বেড়ায়
ভাগ্যদেবীর বিশ্বরথ!॥ ৩৩॥