বিষয়বস্তুতে চলুন

রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৩৭

উইকিসংকলন থেকে

পেয়ালাটুকু ভরিয়ে নে গো,
এতই কিসের চিন্তা তোর?
সময়টা সব কাট্‌ছে বৃথা—
ভাবনা কি তাই দিনটা ভোর!
একটা ‘কাল’তো মরণ-পারে,
আস্‌ছে যে ‘কাল’ কোথায় আজ?
তাদের কথা ভাব্‌বি ব’সে
এই ক্ষণিকের স্ফূর্ত্তি মাঝ!॥ ৩৭॥

 

—— পেয়ালাটুকু ভরিয়ে নে গো, এতই কিসের চিন্তা তোর?
সময়টা সব কাট্‌ছে বৃথা—ভাবনা কি তাই দিনটা ভোর!
একটা ‘কাল’ তো মরণ-পারে, আসছে যে ‘কাল’ কোথায় আজ?
তাদের কথা ভাব্‌বি ব’সে এই ক্ষণিকের স্ফূর্ত্তি মাঝ!——