রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৩৭

উইকিসংকলন থেকে

পেয়ালাটুকু ভরিয়ে নে গো,
এতই কিসের চিন্তা তোর?
সময়টা সব কাট্‌ছে বৃথা—
ভাবনা কি তাই দিনটা ভোর!
একটা ‘কাল’তো মরণ-পারে,
আস্‌ছে যে ‘কাল’ কোথায় আজ?
তাদের কথা ভাব্‌বি ব’সে
এই ক্ষণিকের স্ফূর্ত্তি মাঝ! ॥ ৩৭ ॥

 

—— পেয়ালাটুকু ভরিয়ে নে গো, এতই কিসের চিন্তা তোর?
সময়টা সব কাট্‌ছে বৃথা—ভাবনা কি তাই দিনটা ভোর!
একটা ‘কাল’ তো মরণ-পারে, আসছে যে ‘কাল’ কোথায় আজ?
তাদের কথা ভাব্‌বি ব’সে এই ক্ষণিকের স্ফূর্ত্তি মাঝ!——