শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/৪

উইকিসংকলন থেকে

(খটভৈরবী, একতালা।)

জয় যাদব যদুনন্দন জগবন্দন বনচারী,
(চারু) চন্দন-ঘন-চর্চ্চিত-তনু যোগিজন-মনোহারী।
বৃন্দাবন-পূর্ণচন্দ্র জয় শ্রীনন্দনন্দন,
(হরি) দীনবন্ধু দয়ার সিন্ধু সুন্দর গিরিধারী।
গোকুল-কুলকামিনী-মনোমোহন বনমালী,
রাধাধর-গলিত মধুর সুধারস পানশালী,
(কিবা) খঞ্জনযুগ নয়নে নাচে, নিরখি নারীর প্রাণ কি বাঁচে,
সাধে কি গোপীর কুলমান গেছে, বারেক রূপ নেহারি।
(কিবা) কাঞ্চনমণি মাণিকময় নুপুর শ্রীপদে সাজে,
(পেয়ে) ও চরণ-রেণু, পুলকিত-তনু, রুণুঝুনু ঘন বাজে;—

পীতাম্বর-ধর কদম্বতরুর মূলে মুরারি,
কিশোরি কিশোরি কিশোরি বলিয়ে বাজায় মোহন বাঁশরী;
স্বরে উড়ু, উড়ু, প্রাণ কেমন করে, অবলা কেমনে রহিবে ঘরে,
সরোজে মজালে দ্বিদল মাঝারে পলকে বালক মারি। ৪॥