বিষয়বস্তুতে চলুন

শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/৫

উইকিসংকলন থেকে

(খটভৈরবী, একতালা।)

শঠলম্পট নটনাগর, রসসাগর গিরিধারী,
(ব্রজ) ঘাটবাটতট বংশীবট সঙ্কট-বনচারী।
অঞ্জনরেখা-রঞ্জিত কিবা খঞ্জন-আঁখিযুগল,
লাজভঞ্জন চিতরঞ্জন করে, মন যেন তাহে পাগল,
(কিবা) ঈষৎ হাসিতে বাঁশিতে গান, নাশিতে গোকুল-কুলবধূ-মান,
সাধে কি প্রাণ চরণে দান করিলা কুলের নারী॥
হেরি, চন্দন-চারুচর্চ্চিত দেহ মূর্চ্ছিত মনসিজ,
তাহে, নীল নবীন নীরদ-বরণ তরুণ বিনোদ সাজে রে;—
(শ্যামের) দুচরণ করে সুনখ-নিকরে নিশাকরে করে বাস,
স্বরূপ সেরূপ, কিবা অপরূপ, কোটি শশী পরকাশ রে;—
কালমুখে ভাল অলকা-আলোক, তিলকে মোহিত ত্রিলোক,
(গোপীর) ধরম সরম রহে না, সহে না হিয়ায় সে কাল ঝালক,
(হেরি) পুলকে চকিত পাগল-চিত ধাওল ব্রজবালক,
(হরি) রাখাল-সাজ রাখাল মাঝে মুকুন্দ মুরারি॥
কটিতটে ধটী পরিপাটী নবনাটক যমুনাতটে,
করেতে কেয়ূর শিরেতে ময়ূর-পুচ্ছেতে চিত উচ্চাটে,
মধুর অধর সুধার আধার ব্রজবধুর অধিকার বটে,
হৃদি-সরোজ পদ-সরোজ দেহি ব্রজবিহারি। ৫॥