শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/৬
অবয়ব
(পৃ. ৪)
(খটভৈরবী, একতালা)
কে বিরাজ ও ব্রজরাজ-ভবনে ভুবনমোহন মূরতি,
রতিপতি পরাজিত, হৃদে বিরাজিত রঞ্জিত মতি-ভাতি।
সুন্দর অরবিন্দবর-বিনিন্দিত কর-শ্রীপদ,
জগবন্দন যোগানন্দপ্রদ সে শ্যামপদ সুরসম্পদ,
অরুণ-বরণ ও চরণপরে, রুণু রুণু বাজে স্বরণ নূপুরে,
নখরনিকরে নিশাকরে করে সমবিভা দিবারাতি॥
ভূলোকে এলো কে বালক ওই গোলক করি নিরালোক,
অলকা-তিলক-ভালক ভাল ভূতলে ত্রিলোক-পালক,
(শ্যামের) ও বনমালায় ভুবন ভুলায়, নয়ন-হেলায় কুলমান লয়,
হেরিলে কালায়, ত্রিতাপ-জ্বালায় হরি লয় রূপজ্যোতি।
তাম্বুল-রস-বিম্বিত কি বা বিম্ব-অধর-মাধুরী,
সুরাসুরনার-মুনিমনোহর নেহারিনু রূপ আ’মরি,
অবোধ সরোজ হে ব্রজবিহারি, অধীর মধুর অধর হেরি,
হই যদি ব্রজগোপের নিয়ারি, (রই) ওই সুধাপানে মাতি। ৬॥