বিষয়বস্তুতে চলুন

সঙ্গীত-সুধা/এমন দয়াল নাম

উইকিসংকলন থেকে

২৬

কীর্ত্তন ভাঙ্গা—একতালা।

এমন দয়াল নাম সুধা-রসে
আমার মন, কেন না মজিল রে।
সেই দেবতার বাঞ্ছিত-ধনে, না মজিল রে।
ওরে না জানি কোন্‌ অপরাধে, না মজিল রে।
—গতি কি হবে রে—
এমন জনম বিফলে গেল, না মজিল রে।
—কখন কি হবে রে—