সঙ্গীত-সুধা/দয়ার সাগর পিতা
অবয়ব
১৬
জয়জয়ন্তি— আড়া।
দয়ার সাগর পিতা করুণা-নিধান;
ভু’ল না তাঁহারে মন, ভু’ল না কখন।
রোগ শোক পাপ দুখে, তিনি হে থাকেন সম্মুখে,
ছাড়িয়ে দুর্ব্বল-সুতে নাহি করেন গমন।
হৃদয়-কপাট খুলি’, ডাক তাঁরে পিতা বলি’,
দাও প্রীতির অঞ্জলি, কর দরশন।