বিষয়বস্তুতে চলুন

সঙ্গীত-সুধা/দীননাথ, আমরা দীনের বেশে

উইকিসংকলন থেকে

আলাইয়া—একতালা।

দীননাথ, আমরা দীনের বেশে
এসেছি হে তোমারই দ্বারে;
শুনে তোমার দয়ার কথা,
এসেছি বড় আশা ক’রে।
প’ড়ে মোহ-অহঙ্কারে,  দেখিতে না পাই তোমারে,
কোথা প্রভু দয়া ক’রে
দেখা দাও দীনের হৃদি-কুটীরে।
কারেও না দেখি সংসারে,  পতিতে উদ্ধার করে,
পাপ-হৃদয় কেমন করে,
ওহে পতিত-পাবন, একবার চাও হে ফিরে।