সঙ্গীত-সুধা/পতিত-পাবন ভকত-জীবন
অবয়ব
২৩
কীর্ত্তন ভাঙ্গা—একতালা।
পতিত-পাবন ভকত-জীবন,
অখিল-তারণ বল্ রে সবাই।
বল্ রে বল্ রে বল্ রে সবাই।
যারে ডাক্লে পাপী তরে’ যায় রে,
বল্ রে সবাই।
ওরে এমন নাম আর পাবি না রে,
বল্ রে সবাই।
২৩
কীর্ত্তন ভাঙ্গা—একতালা।
পতিত-পাবন ভকত-জীবন,
অখিল-তারণ বল্ রে সবাই।
বল্ রে বল্ রে বল্ রে সবাই।
যারে ডাক্লে পাপী তরে’ যায় রে,
বল্ রে সবাই।
ওরে এমন নাম আর পাবি না রে,
বল্ রে সবাই।